• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মনফাগুন’ শেষ! এবার আরও একটি নতুন সিরিয়ালে ফিরছেন ‘ফেলনা’ অভিনেত্রী রোশনি  

ইদানিং সিরিয়াল দেখা দর্শকদের রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। তাই অবসর সময়ে  সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। কারণেই পছন্দের সিরিয়াল না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় সিরিয়ালের পোকা দর্শকদের। এইভাবে দিনের পর দিন পছন্দের সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের চরিত্ররাই কবে যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে ওঠেন।

বাংলা টেলিভিশন জগতের এমনই একজন অত্যন্ত পরিচিত অভিনেত্রী হলেন রোশনি তন্বী ভট্টাচার্য (Roshni Tanwi Bhattacharya)। আজ থেকে ৪ বছর আগে ২০১৮ সালে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘হৃদয় হরণ বি.এ পাশ’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল এই টেলি অভিনেত্রীর। প্রথম সিরিয়াল থেকেই বাংলার ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়েছিলেন রোশনি।

   

Felna actress Roshni Tanwi Bhattacharya opens up about carrier struggle

প্রথম সিরিয়াল শেষ হওয়ার বছর খানেক অর্থাৎ ২০২১ সালে স্টার জলসার ‘ফেলনা’ (Felna) সিরিয়ালের দৌলতে দর্শকমহলে রোশনির জনপ্রিয়তা দ্বিগুণ বেড়ে যায়।এই ধারাবাহিকে বেণী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ফেলনায় অভিনয়ের দৌলতেই রোশনি অনেক বেশি  জনপ্রিয়তা পেয়েছেন। তবে মাঝে কিছুদিন অভিনয় থেকে স্বেচ্ছায় বিদায় নিয়ে পেশা পরিবর্তন করবার কথা ভেবেছিলেন অভিনেত্রী।

রোশনি তন্বী ভট্টাচার্য,Roshni Tanwi Bhattacharya,ফেলনা,Felna,TV Actress,টিভি অভিনেত্রী,Comeback,কামব্যাক

তাই অভিনয় ছেড়ে নিজের শখ পূরণ করার জন্য লাইট,ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে ছুটি নিয়ে দিল্লির একটি বিমান সেবিকার প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু দেড় মাস যেতেই রোশনি আবার ব্যাক টু প্যাভিলিয়ান। আজ থেকে মাস দুয়েক আগেই স্টার জলসার পর্দায় সদ্য সমাপ্ত সিরিয়াল ‘মন ফাগুন’-এ নেত্র চরিত্রে এন্ট্রি হয়েছিল তার।
রোশনি তন্বী ভট্টাচার্য,Roshni Tanwi Bhattacharya,ফেলনা,Felna,TV Actress,টিভি অভিনেত্রী,Comeback,কামব্যাক
তবে ইতিমধ্যেই স্টার জলসার পর্দায় শেষ হয়েছে ‘মন ফাগুন’। তাই এই সিরিয়াল শেষ হওয়ার সাথে সাথেই আপাতত টিভির পর্দা থেকে দূরেই রয়েছেন রোশনি। তবে এরই মধ্যে টেলিপাড়ার ছড়িয়ে পড়েছে একটি খবর। জানা যাচ্ছে খুব শিগগিরই আসছে  এক্রোপলিসের আরও একটি নতুন সিরিয়াল।  জানা যাচ্ছে এই সিরিয়ালেই  অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্যকে। তবে এই সিরিয়াল কোন চ্যানেলে আসছে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।
site