বিমানসেবিকা (Air Hostess) হওয়ার স্বপ্ন শেষ! দেড় মাসের মধ্যেই অভিনয়ে ফিরে এলেন ‘ফেলনা’ (Felna) অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য (Roshni Tanwi Bhattacharya)। আজ থেকে ৪ বছর আগে ২০১৮ সালে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘হৃদয় হরণ বি.এ পাশ’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল এই টেলি অভিনেত্রীর। প্রথম সিরিয়াল থেকেই বাংলার ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী।
এই সিরিয়াল শেষ হওয়ার এক বছর পরেই অর্থাৎ ২০২১ সালে স্টার জলসার ‘ফেলনা’ (Felna) সিরিয়ালের দৌলতে দর্শকমহলে রোশনির জনপ্রিয়তা দ্বিগুণ বেড়ে যায়। তাই একথা ঠিক প্রথম সিরিয়ালের তুলনায় দ্বিতীয় সিরিয়াল ফেলনায় অভিনয় করেই অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছেন রোশনি। তবে মাঝে কিছুদিন অভিনয় থেকে স্বেচ্ছায় বিদায় নিয়ে পেশা পরিবর্তন করবার কথা ভেবেছিলেন অভিনেত্রী।
আসলে আভিনয় ছাড়াও আরও নানান ধরনের শখ রয়েছে রোশনির। তারই মধ্যে অন্যতম একটি হল বিমানসেবিকা হওয়ার শখ। তাই সেই শখ মেটাতেই লাইট,ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে ছুটি নিয়ে মাস দেড়েক আগেই দিল্লির একটি প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু দেড় মাস যেতেই রোশনি আবার ব্যাক টু প্যাভিলিয়ান।
মঙ্গলবার অর্থাৎ ১২ জুলাই থেকেই তাকে আবার দেখা যাচ্ছে টিভির পর্দায়। ষ্টার জলসার মন ফাগুন সিরিয়ালে অতিথি চরিত্রের হাত ধরেই আবার কামব্যাক করেছেন রোশনি। এই সিরিয়ালে তাঁর নাম হয়েছে নেত্রী। এই সিরিয়ালে তার লুক থেকে শুরু করে চালচলন কথা বার্তায় রয়েছে একেবারে নতুনত্ব। সুন্দরবন এলাকার আদিবাসী মেয়ে যার কোটাবারতায় রয়েছে বাঙাল ভাষার টান। এমনই একটি চরিত্রে দেখা যাচ্ছে রোশনি কে।
সিরিয়ালে আজকের পর্বেই একটি মন্দিরে প্রার্থনা করার দৃশ্যে এন্ট্রি হয়েছে নেত্রীর। যে বহুদিন ধরে খুঁজছে তার ছোটবেলায় হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষকে। তবে দেড় মাস পর অভিনয়ে ফিরে রোশনি জানিয়েছেন অভিমানে নয় অন্যান্য শখ পূরণের টানেই অভিনয় ছেড়েছিলেন তিনি। কিন্তু মাত্র দেড় মাসেই যেভাবে হাঁপিয়ে উঠেছিলেন আর টেলিপাড়া থেকে বারবার অভিনয়ের ডাক আসায় আর দুরে থাকতে পারেননি অভিনেত্রী।