বাংলা সিরিয়ালে বাঙালির রোজকার জীবনের কাহিনীগুলোই তুলে ধরার চেষ্টা করা হয়। আর তাই সন্ধ্যে হলেই বাড়ির টিভির সামনে হাজির হয় পড়েন মেয়ে বউরা। এনকি অনেক পুরুষেরাও কাজের শেষে বাড়ি ফিরে সিরিয়ালে মত্ত হয় পড়েন। এরপর এক মনে সিরিয়াল আত্মস্থ করতে লেগে পরে বাঙালি। টিভিতে আবার একটা দুটো নয় অনেক সিরিয়াল রয়েছে। কেউ ‘খুড়কুটো (Kharkuto)’ তো কেউ ‘কৃষ্ণকলি (Krishnakoli) ‘ দেখেন। কেউ আবার ‘রানী রাসমণি (Rani Rashmoni)’ তো কেউ আবার ‘মোহর (Mohor)’ দেখেন। সম্প্রতি আবার নতুন সিরিয়াল চালু হয়েছে ‘মিঠাই’।
অনেকেরই আবার এক সিরিয়ালে মন ভোরে না একাধিক সিরিয়াল দেখতে অভ্যস্ত হয়ে পড়েন অনেকেই। আসলে আলাদা আলাদা সিরিয়ালে যে আলাদা সমস্ত কাহিনী দেখায়। আর কোন সিরিয়ালের দর্শক কতটা বাড়ল এই নিয়ে যুদ্ধ লেগেই রয়েছে বিনোদনের চ্যানেল গুলির মধ্যে। যুদ্ধের মাপকাঠি হিসাবে রয়েছে টিআরপি রেটিং। এই সপ্তাহে এক তো অন্য সপ্তাহে আরেক, সিরিয়ালের কাহিনীর মত টিআরপি নিয়েও উঠানামা চলে সর্বদাই।
সিরিয়ালের জনপ্রিয়তা নিয়েই চলে যুদ্ধ। আর সপ্তাহের শেষে দর্শকদের মতানুযায়ী কে কোথায় অবস্থান করে তার জন্য যে শুধু চ্যানেলের টিম অপেক্ষা করে তা কিন্তু নয়। অনেক দর্শকেরাও নিজেদের পছন্দের সিরিয়াল জনপ্রিয়তার তালিকায় কত নম্বর পেল তা খোঁজ রাখতে চান। চলুন তাহলে দেখে নেওয়া যাক এবারের টিআরপি তালিকায় কে করল বাজিমাত!
এই সপ্তাহে টিআরপি তালিকায় সবার ওপরে রয়েছে ‘খুড়কুটো’ (৯.৯)। এমনটা যে হবে তা হয়তো অনেকেই জানতেন আগে থেকে, কারণ গত ৪ঠা ফেব্রুয়ারি বিয়ে হয়েছে নীল ও তৃণার তাই অনেকেই তৃণার রিল ও রিয়েল লাইফ নিয়ে বেশ উৎসুক। আর তাছাড়া সিরিয়ালে সৌজন্য আর গুনগুনের প্রেমের মন কষাকষি বেশ এনজয় করছে দর্শকেরা। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কৃষ্ণকলি (৯.৫), খড়কুটোর একেবারেই পরে রয়েছে কৃষ্ণকলি।
এরপর ৯.১ পয়েন্টে রানী রাসমণি সিরিয়াল রয়েছে তৃতীয় স্থানে। রানী রাসমণির পেছনেই আছে যমুনা ঢাকি ও শ্রীময়ী, ৮.৭ পয়েন্ট নিয়ে রানী রাসমোনিকে টেক্কা দেবার জোর চেষ্টা করেছিল দুজনেই। পঞ্চম স্থানেও রয়েছে দুটিও সিরিয়াল যার মধ্যে কিছুদিন আগে শুরু হয়েছে মিঠাই, আর মিঠাইয়ের সাথেই রয়েছে মোহর সিরিয়াল। দুজনেরই টিআরপি পয়েন্ট ৮.৫। এরপর ষষ্ঠ সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে খেলাঘর (৮.৪) ও সাঁঝের বাতি (৮.০)।
এছাড়াও অষ্টম নবম ও দশম স্থান অধিকার করেছে দেশের মাটি (৭.৫), মহাপীঠ তারাপীঠ (৭.১), ও গঙ্গারাম (৬.৯)। এছাড়াও আরো অনেক সিরিয়েল রয়েছে টিআরপি দৌড়ে তাদের মধ্যে কিছু হল অপরাজিতা অপু (৬.৫), জীবন সাথী (৬.৩), ভাগ্যলক্ষী (৬.২) ও আলো ছায়া (৫.৭)। এছাড়া বাকি আরো কিছু সিরিয়েল রয়েছে তবে তাদের কেউই ৫ এর বেশি পয়েন্ট করতে পারেনি।