• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রভাসের ভয়ে নিজের ছবি ‘লাল সিং চড্ডা’র ডেট পিছোলেন আমির খান! দয়া করলেন দক্ষিণী অভিনেতা

Published on:

আমির খান,প্রভাস,লাল সিং চড্ডা,আদিপুরুষ,Aamir khan,prabhas,laal singh chaddha,Bollywood

কিছুতেই মুক্তি পাচ্ছেনা আমির খানের (Aamir khan) বহুপ্রতীক্ষিত ছবি ‘লাল সিং চড্ডা’ (Laal Singh Chaddha)। এই নিয়ে বেশ কয়েকবার ঘোষণা করেও শেষে পিছিয়ে গিয়েছে মুক্তির তারিখ। এই ছবি আমিরের ড্রিম প্রজেক্ট ‘ফরেস্ট গাম্প’ এর অফিশিয়াল রিমেক। এর আগে দুবার মুক্তি পাওয়ার কথা বদলিয়ে অবশেষে ১৪ ই এপ্রিল মুক্তির কথা ছিল।

কিন্তু এই তারিখ ও পিছিয়ে দেওয়া হল। এই মুহুর্তে লাল সিং চড্ডার নয়া ডেট হয়েছে ১১ ই অগাস্ট। গত ২ বছর ধরে এই ছবি দেখবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। এদিন আমির খান জানান, ‘লাল সিং চড্ডার পোস্ট প্রোডাকশনের কাজ অনেক বাকি। এবং তা কোনোভাবেই ১৪ এপ্রিলের মধ্যে শেষ করা সম্ভব নয়। তাই ভারতের স্বাধীনতা দিবসের সময়টাই বেছে নিয়েছেন তিনি।

আমির খান,প্রভাস,লাল সিং চড্ডা,আদিপুরুষ,Aamir khan,prabhas,laal singh chaddha,Bollywood

এদিকে আমির ভক্তরা নির্মাতাদের উপর এহেন ব্যবহারে বেজায় চটেছেন। এদিকে আমিরের ছবি মুক্তির নতুন দিন অর্থাৎ আগামী ১১ ই অগাস্টেই মুক্তি পাওয়ার কথা ছিল দক্ষিণী অভিনেতা প্রভাসের আদি পুরুষ।

cropped-Prabhas-1.jpg

কিন্তু প্রভাস কার্যত আমিরকে জায়গা ছেড়ে দিয়ে আদি পুরুষের মুক্তির দিন পিছিয়ে দিলেন৷ যে কারণে আমির খান প্রভাস এবং গোটা আদিপুরুষ টিমকে ধন্যবাদ ও জানিয়েছেন। সত্যি বলতে সারা দেশ ব্যপী দক্ষিণী ছবির এই মুহুর্তে যা দাপট তাতে করে বলিউডের কোনোও ছবির পক্ষে বেশ চাপ প্রতিযোগিতা করা। প্রভাসের পাশাপাশি আদি পুরুষ সিনেমায় আছেন সঈফ আলি খান, কৃতি শ্যানন।

আবার আমিরের আগের ছবির দিনে মুক্তি পাওয়ার কথা ছিল শহীদ কাপুরের জার্সি। আমিরের ছবির সাথে পাল্লা দিতে হলে তা শহীদের পক্ষে বেশ কষ্টকর হত। কিন্তু দিন পিছোনোয় হাঁফ ছেড়ে বাঁচলেন শহীদ৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥