• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সদ্যজাতকে গিটারে চাপিয়েই গিটার বাজাচ্ছেন বাবা! নেট পাড়ায় তুমুল ভাইরাল এই মিষ্টি ভিডিও

নেট পাড়ায় রোজই কত শত ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে কিছু দেখলে যেমন হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, কিছু ভিডিও দেখলে আবার মন ভালো হয়ে যায় নিমেষে। চোখ জুড়িয়ে যায় যেন। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট পাড়ায়। নবজাতককে গিটারে চাপিয়েই গিটার বাজাচ্ছেন বাবা।

এই বাবা ছেলের আদরের ভিডিও দেখে বেজায় খুশি নেট জনতা। সাইমন বিআরএফসি হপকিনস,নামক টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিও শেয়ার হতেই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ছোট্ট একরত্তি বাবার গিটারে চেপে ড্যাব ড্যাব করে চেয়ে রয়েছে ক্যামেরায়, আর ফুরফুরে মেজাজে শুনছে বাবার গিটার বাদন।

https://twitter.com/HopkinsBRFC/status/1312729473947664389?ref

নীল রঙের পশমের পোশাক, মাথায় টুপি পরে সে ড্যাবড্যাব করে উপুড় হয়ে গিটারের উপর শুয়ে শুনছে বাবার বাজনা। মাঝেমধ্যেই তার ছোট্ট হাত চলে যাচ্ছে গিটারের তারে। এই হালকা জ্বালাতন সহ্য করেই নবজাতকের বাবাও বাজিয়ে চলেছেন গিটার। ভিডিও প্রকাশ্যে আসতেই নিমেষে তা মন জিতেছে নেটিজেনদের। ইতিমধ্যেই ভিডিওটির ভিউ
প্রায় ৫০০০ এর বেশি। এছাড়াও লাইকের বন্যাতেও ভেসে গেছে ভিডিওটি, উঠে এসেছে রকমারি মন্তব্যও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥