• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা ডাকার আর কেউ রইল না! প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়লেন অপরাজিতা আঢ্য

দুর্দান্ত অভিনয়ের জন্য তো বটেই, তার বাইরেও একজন দারুণ মানুষ হিসেবেও অনুরাগীদের খুব পছন্দের কাছের একজন হয়ে উঠেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। করোনা পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে না থেকে যযথাসাধ্য তিনি চেষ্টা করেছেন মানুষের পাশে থাকার, এবং তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। তার বাড়ির এলাকাতেও কোনো মানুষ বিপদে পড়লে তিনি ছুটে গিয়েছেন, যাতে কাউকেই স্বজনহারানোর খবর শুনতে না হয়।

কিন্তু অবশেষে শেষ রক্ষা হল না অভিনেত্রীর নিজের পরিবারেই৷ খোদ তার পরিবারেই নেমে এলো দুঃসংবাদ। ভীষণ কাছের মানুষকে হারালেন তিনি। প্রয়াত হলেন অপরাজিতা আঢ্যের শ্বশুরমশাই। ব্রেইন হ্যামারেজের ফলেই নাকি এই অঘটন ঘটে গিয়েছে। জানা গেছে দিন কয়েক আগেই নাকি বাথরুমে মাথা ঘুরে পড়ে গেছিলেন তিনি। সেখান থেকে চোট পেয়েই ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে তার মস্তিষ্ক।

   

Aparajita Adhya,dead,father in law,Tollywood,অপরাজিতা আঢ্য,শ্বশুর মশাই,বাবা,মৃত,মৃত্যু,টলিউড

শ্বশুরের মৃত্যুর খবর নিজেই নেটমাধ্যমে জানিয়েছেন অপরাজিতা। সঙ্গে লিখেছেন, ‘আমার আর বাবা বলে ডাকার কেউ রইল না।’ আসলে বাবা হারানোর পর শ্বশুরমশাই -ই হয়ে উঠেছিলেন অভিনেত্রীর বাবা। কিন্তু ‘বাবা’ ডাকার শেষ সম্বল টুকুও হারিয়ে ফেললেন তিনি।

Aparajita Adhya,dead,father in law,Tollywood,অপরাজিতা আঢ্য,শ্বশুর মশাই,বাবা,মৃত,মৃত্যু,টলিউড

অভিনেত্রী যে আদ্যপ্রান্ত একজন ‘পারিবারিক’ মানুষ তা তার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়, বা বিভিন্ন সাক্ষাৎকারেও বারংবার উল্লেখ করেন তার পরিবারের মানুষের কথা। মাঝেমধ্যেই শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা নেটমাধ্যমে শেয়ার করে নিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। ‘বাবা’ কে হারিয়ে শোকে কাতর অভিনেত্রীকে শক্ত থাকার অনুরোধ জানিয়েছেন অনুরাগীরা।

site