সোশ্যাল মিডিয়াতে রোজ হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) চোখে পড়ে। ভাইরাল এই ভিডিওগুলি ছোট থেকে বড় সকলেই দেখতে খুবই পছন্দ করে। আর তাই তো ফাঁক পেলেই হাতে স্মার্টফোন হাতে নিয়ে উঁকি মারা ভাইরাল ভিডিওতে। অবশ্য এই ভিডিওতে হাসি মজার ভিডিও থেকে শুরু করে নানান অবাক করে দেবার মত জিনিস দেখতে পাওয়া যায়। এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে রোজ যা হয়তো এই সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলি না থাকলে অজানাই থেকে যেত।
ভাইরাল ভিডিওগুলিতে যে শুধু হাসি মজার ভিডিও থাকে তা কিন্তু একেবারেই নয়। কিছু প্রতিভার ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। আসলে অনেকেই নিজেদের প্রতিভা সঠিক মঞ্চের অভাবে প্রকাশ করতে পারে না। সোশ্যাল মিডিয়া তাদের কাছে এক সুবর্ণ সুযোগ। এক মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবার উপায় এটি।
সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। ভিডিওতে এক মেয়ের বিয়ের পরবর্তী জীবন দেখা যাচ্ছে। মানে? মানে হল বিয়ের পর শশুরবাড়িতে মেয়ে কেমন আছে সেটাই দেখা যাচ্ছে। ভিডিওটি দেখা যাচ্চে বাড়ির বউকে নিজের হাতে করে সখাইয়ে দিয়েছে শশুর মশাই। বিয়ের পর যেখানে অনেক ক্ষেত্রে অশান্তির খবর মেলে সেখানে এই ভিডিওটি শশুরবাড়িতে পাওয়া ভালোবাসার রূপ ফাটিয়ে তুলেছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে কাঁসার থালায় সাজিয়ে ভাত দেওয়া হয়েছে বাড়ির নতুন বউকে। এরপর শশুর নিজের হাতে ভাত মাখিয়ে তাকে খাইয়ে দিচ্ছে। এমন ভিডিও রোজ রোজ চোখে পরে না বললেই চলে। ভিডিওটি শেয়ার হবার পর থেকে ব্যাপক পড়েছে। ইতিমধ্যেই সাড়ে সাত লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন।