• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জাস্টিন বিবারের গান গেয়ে নেটজনতার মন জিতে নিল দরিদ্র কৃষক! ভাইরাল ভিডিও

farmer viral video

viral video: রোজই কত ধরণের ভিডিও ভাইরাল হয় নেটপাড়ায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখে পড়ে কত প্রতিভা, যা অভাবের কারণে চিরকালই থেকে যেত পর্দার আড়ালে। ছোটবেলা থেকেই কত জনের কত রকমের ইচ্ছা থাকে কেউ ভাবে ডান্সার হবে, কেউ বা হতে চায় অভিনেতা, কেউ বা হতে চায় গায়ক। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে পেটের দায়ে সমস্ত শখ, ইচ্ছাকে গলা টিপে মেরে তারা লেগে পড়ে কাজে।

সম্প্রতি এমনই এক প্রতিভার নজির দেখে চোখে জল এসেছে নেটিজেনদের। ফেসবুকে তুমুল ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কাঠফাটা রোদে জমিতে কোদাল চালাচ্ছিলেন একজন কৃষক (Farmer)। পরনে তার সাধারণ লুঙ্গি, মাথায় বাঁধা গামছা এবং গায়ে একটি ছেড়াফাটা শার্ট। এবার সেই কৃষকের গলাতেই ভাইরাল হয়েছে জাস্টিন বিবারের (Justine Bieber) এর বিখ্যাত গান ‘বেবি’ (Baby)।

ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি যখন নাঠে কৃষিকাজ করছিলেন তখন এক ব্যক্তি তাকে গান গাওয়ার অনুরোধ করেন। এরপরেই সেই ব্যক্তির অনুরোধে কৃষক ভাই তার কাজ থামিয়ে বিবারের গাওয়া বেবি ধরেন। তার এই প্রতিভা নিমেষে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। ৩মিনিট ১০ সেকেন্ডের এই ভিডিও এখন দাপিয়ে বেড়াচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥