বিনোদন জগতের নায়ক নায়িকাদের প্রেম যেন তাসের ঘরের মত। আজ আছে তো কাল নেই, দিনে দিনে সম্পর্ক কথাটাই যেন বড়ই ক্ষণস্থায়ী হয়ে উঠেছে। একসময় টেলিপাড়ার এমনই এক জনপ্রিয় লাভ বার্ডস ছিলেন টেলি অভিনেতা ফারহান ইমরোজ (Farhan Imroz) এবং অভিনেত্রী প্রত্যুষা পাল (Pratyusha Paul)। জি বাংলার ‘তবু মনে রেখো’ সিরিয়ালে একসাথে অভিনয় করেছিলেন তারা।
এই ধারাবাহিকের হাত ধরে বন্ধুত্ব হয় তাদের। ধীরে ধীরে সেই বন্ধুত্বই পরিণত হয় ভালোবাসায়। একটা সময় তারা দুজনই ছিলেন একে অপরের জন্য পাগল। কেউ কাউকে এক মুহূর্তের জন্য কাছ ছাড়া করতে পারতেন না। একটা সময় প্রত্যুষা ফারহানের সাথে লিভ ইন করতেন। একটি ফ্ল্যাটে একসাথেই থাকতেন তারা। একবার ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1) এর মঞ্চের সেলিব্রেটি কাপল হিসেবে এসেছিলেন এই জুটি।
সেখানে ফারহান নিজের মুখেই বলেছিলেন ‘এক সেকেন্ডের জন্য যদি আমি ওকে না দেখি তাহলে আমি পাগল হয়ে যাই’। প্রত্যুষা জানিয়েছিলেন তাকে নিয়ে ভীষণ পজেসিভ ফারহান। তাদের মধ্যে ভীষণ ভালো বোঝাপড়াও ছিল বলে জানিয়েছিলেন এই জুটি। কিন্তু হঠাৎ কি যে হল! আজ ৪ বছর পথ আলাদা হয়েছে তাদের। ২০১৮ সালেই ব্রেক আপ হয়ে গিয়েছে প্রত্যুষা ফারহানের।
এখন তাদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে গিয়েছে যে ফারহান এখন প্রত্যুষা নাম মুখে আনা তো দূরের কথা তাকে চিনতে পর্যন্ত অস্বীকার করেন ফারহান। তাই কখনো কোথাও প্রত্যুষার প্রসঙ্গ উঠলেও তা সযত্নে এড়িয়ে যান ফারহান। প্রসঙ্গত গত বছরেই একধিকবার ধর্ষণের হুমকি ফোন পেয়ে সাহায্যের জন্য ফারহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন প্রত্যুষা।
কিন্তু ফারহান তাকে সাহায্য তো করেনইনি উপরন্তু একবার এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন তার সাথে প্রত্যুষার বহুদিন যোগাযোগ নেই। সেইসাথে তিনি জানান একটা সময় তারা একসঙ্গে কাজ করেছিলেন ঠিকই কিন্তু তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই তাদের। সেই সাথে অভিনেতা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন তিনি প্রত্যুষার সাথে আর কোনরকম যোগাযোগ রাখতে চান না।
অভিনেতার কথায় প্রত্যুষা এখন তার কাছে সম্পূর্ণ অপরিচিত। তাই তাকে কোনরকম সাহায্যও তিনি করবেন না। তবে ব্রেকআপের পর একাধিকবার ফারহানের কথা উঠতেই আবেগপ্রবণ হয়ে উঠতে দেখা দিয়েছে প্রত্যুষাকে। এমনকি সম্পর্ক থেকে বেরিয়ে আসার বহুদিন পরেও তার নামের ট্যাটু পর্যন্ত নিজের সঙ্গে নিয়ে ঘুরেছেন প্রত্যুষা। তবে শেষমেশ গত বছর নিজের জন্মদিনের দিন সেই ট্যাটু মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।