গতকাল থেকেই অভিনেত্রী প্রত্যুষা পালের (Pratyusha paul) বিস্ফোরক অভিযোগ নিয়ে নড়েচড়ে বসেছে সোশ্যাল মিডিয়াবাসী। অভিনেত্রীর কাছে গতবছর থেকেই লাগাতার এসে চলেছে ধর্ষণের হুমকি। এবার তিনি এই বিষয়েই জানালেন এক চাঞ্চল্যকর তথ্য। জানালেন তার প্রাক্তন প্রেমিক ফারহান ইমরোজের নাম ব্যবহার করেও তার কাছে এসেছে ধর্ষণের হুমকি। কিন্তু এত অসহায় অবস্থাতেও ফারহান তার ডাকে সাড়া দেননি বলেও জানিয়েছেন অভিনেত্রী।
গত একবছর ধরেই নাকি ফারহানকে যোগাযোগ করার চেষ্টা করেছেন প্রত্যুষা, কিন্তু ফারহানের দিক থেকে কোনো সাড়া শব্দ আসেনি। ২০১৭ সাল থেকে ২০১৮ পর্যন্ত ফারহান ইমরোজের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রত্যুষার। ‘তবু মনে রেখো’ ধারাবাহিকের সুবাদেই প্রত্যুষার সাথে সম্পর্ক জমাট বাঁধে ফারহানের। বেশ খুল্লামখুল্লাই প্রেম করতেন তারা। কিন্তু একবছর যেতে না যেতেই সেই সম্পর্ক থেকে বেড়িয়ে যান ফারহান।
ধর্ষণের হুমকি দিয়ে প্রত্যুষাকে বলা হয়েছে, ‘ফারহানকে সুযোগ দিলি, আমাকে সুযোগ দিতে কী হয়?’ অথবা ‘ফারহান তো তোকে ছে়ড়ে চলে গিয়েছে’, ‘ফারহান প্রমাণ করে দিল যে তোর মত মেয়েকে বিয়ে করা যায় না’। তাদের সম্পর্ক নিয়ে এহেন নানান কুরুচিপূর্ণ মন্তব্যই করা হয়েছে তাকে।
অভিনেত্রীর মত, হয়ত যে এই কাজ করছে সে ফারহান এবং তার বিচ্ছেদে বেশ খুশি। ‘‘ফারহান আমাকে বিয়ে করেনি, বা যে কোনও কারণেই হোক, আমার সঙ্গে থাকতে চায়নি দেখে খুব সন্তুষ্ট যেন সে। এই মনোভাব নিয়ে একাধিক মেসেজ করেছে আমাকে।’’ বললেন প্রত্যুষা।
অভিনেত্রী প্রত্যুষার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় লাগাতার ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে তাকে। তার ছবি বিকৃত করে পর্ণসাইটেও (porn site) আপলোড করা হয়েছে বলে জানান অভিনেত্রী। অবশেষে আর উপায় না দেখে বেশ ভীতসন্ত্রস্ত হয়ে লালবাজারের দারস্থ হন প্রত্যুষা।
প্রত্যুষা সংবাদ মাধ্যমের কাছে জানান, গত বেশ কিছুদিন ধরেই ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে তাকে। শুধু তাই নয়, ইতিমধ্যেই তার বেশ কিছু ছবি এডিট করে বিকৃত করা হয়েছে, যা দেখিয়ে রীতিমতো তার সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। দুর্বৃত্তরা তাঁর ছবি সুপার ইম্পোজ করে পর্ন সাইটে আপলোড করে তার ছবি প্রত্যুষার আত্মীয় পরিজনদের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলেও জানান অভিনেত্রী। পরিস্থিতি হাতের বাইরে যেতেই, লাল বাজারে ই-মেল করে অভিযোগ দায়ের করেন প্রত্যুষা।