শীত পড়তেই গত বছর থেকে একের পর এক বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড সেলেবরা। নতুন বছরের বছরের শুরুতেই সদ্য বিয়ে সেরেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়। তাঁর বিয়ের পর্ব মিটতেই শোনা যাচ্ছে বলিউড অভিনেতা ফারহান আখতার (farhan akhtar) ও শিবানী দান্ডেকরের (shibani dandekar) বিয়ের খবর।
উল্লেখ্য ফারহান এবং টেলি অভিনেত্রী শিবানী বরাবরই নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে কোনও কিছু গোপন রাখেননি। বরং বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বরাবরই খোলামেলা প্রেম করে এসেছেন এই সেলিব্রেটি জুটি। ইতিপূর্বে একাধিক বার তাদের নিয়ে নানা বিতর্ক হলেও কখনই সেসবে কান দেননি ফারহান শিবানী। উল্লেখ্য আগেই জানা গিয়েছিল খুব তাড়াতাড়ি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা।
তবে প্রথমে শুধুমাত্র তাদের আইনি বিয়ের তারিখটাই জানা গিয়েছিল। আগামী মাসেই আইনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ফারহান শিবানী। আগামী ২১ ফেব্রুয়ারি পরিবার ও ঘনিষ্ঠ জনেদের নিয়েই ছোট্ট করে রেজিস্ট্রি সারবেন তাঁরা, প্রথমে জানা গিয়েছিল এমনটাই।
উল্লেখ্য এর আগে দেশজুড়ে যেভাবে করোনা সংক্রমণ বাড়তে শুরু করে বিশেষ করে মুম্বাইতে তাতে প্রথমে বড়সড় অনুষ্ঠানের পরিকল্পনা বাতিল করেছিলেন শিবানী ফারহান।কিন্তু বর্তমানে আগের থেকে অনেকটাই কমেছে করোনার সংক্রমণ।তাই এবার শোনা যাচ্ছে শুধু আইনি বিয়েই নয়, বরং ধুমধাম করে সামাজিক বিয়েও করতে চলেছেন তাঁরা।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর চলতি বছরের আগামী এপ্রিল মাসেই বড় করে বিয়ের অনুষ্ঠান করবেন বলিপাড়ার এই জনপ্রিয় জুটি।উল্লেখ্য, জাভেদ আখতারের ছেলে ফারহানের এটা দ্বিতীয় বিয়ে। এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে বিয় করেছিলেন তিনি। শাক্যা ও আকিরা নামের দুই মেয়েও রয়েছে এই প্রাক্তন দম্পতির। ২০১৭ সালে তাঁদের সম্পর্কে দাঁড়ি পড়ে।