শাহরুখ খান (Shah Rukh Khan) নামটাই যথেষ্ট বলিউডের বাদশাহকে চেনানোর জন্য। বহুদিন ধরেই শাহরুখ খানের অনুরাগীরা সুপারহিট ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির জন্য অপেক্ষায় রয়েছেন। কবে আসবে ‘ডন ৩’ (Don 3), সেই প্রশ্নই ঘুরছিল তাঁদের মনে। তবে বিগত কয়েক মাস আগেই নেট দুনিয়ায় ‘Don 3’ নিয়ে একাধিক সংবাদ শোনা গিয়েছিল। তারপর মুখ খুলেছিলেন পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar)।
জানা গিয়েছিল, ‘ডন ৩’ ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে! শাহরুখের সঙ্গে এই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও। এই সংবাদ শোনার পর থেকেই অনুরাগীরা আর যেন তর সইতে পারছিলেন না। সামাজিক মাধ্যমে ফারহানকে বারবার ছবির আপডেট দেওয়ার জন্য অনুরোধ করছিলেন তাঁরা। অনেকে তো আবার পরিচালককে ট্রোল অবধি করেছিলেন। অবশেষে এতদিন পর ফারহান তাঁর মৌনতা ভঙ্গ করলেন।
আসলে ‘ডন ৩’এর গুঞ্জন শুরু হয়েছিল, ফারহানের পোস্ট করা একটি ছবি থেকেই। সেখানে দেখা গিয়েছিল, স্টাডি এরিয়ায় চুপচাপ বসে আছেন তিনি। যা দেখে নেটিজেনরা অনুমান করেন, হয়তো শাহরুখের ছবি নিয়েই ভাবনাচিন্তা শুরু করেছেন অভিনেতা তথা পরিচালক।
এরপর অমিতাভ ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ ছবির একটি থ্রোব্যাক পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করতেই সেই জল্পনা আরও বেড়ে যায়। এমনকি শাহরুখের সঙ্গেও একটি ছবি শেয়ার করেন ‘বিগ বি’। এই সমস্ত দেখেই নেটিজেনরা একপ্রকার নিশ্চিত হয়ে যান ‘ডন ৩’ আসার ইঙ্গিত দিচ্ছেন পরিচালক।
কিন্তু দর্শক তথা শাহরুখ প্রেমীদের আশায় জল ঢেলে দেন ফারহান আখতার। কারণ তারপরেই তিনি জানান যে ‘ডন ৩’ এর কাজ শুরুর কোনো পরিকল্পনাই নাকি করেননি তিনি। বরং প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জি লে জারা’ ছবির পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
প্রসঙ্গত, অগাস্ট মাসের শেষ দিকে আরও একটি ‘ডন ৩’ সম্পর্কিত খবর বেশ ভাইরাল হয়ে পরে। জানা যায় ছবির জন্য প্রস্তাব পাঠানোহয়েছিল ঠিকই। কিন্তু সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন শাহরুখ খান। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? এর উত্তরে শাহরুখ জানিয়েছেন, ডন একটা ব্যাপক জনপ্রিয় চরিত্র। তাই ছবির চিত্রনাট্য একেবারে নিখুঁত হওয়া প্রয়োজন। না হলে ছবিতে অভিনয় করবেন না তিনি।