• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিধাই ভক্তদের জন্য সুখবর, বড়পর্দায় জুটি বাঁধছে মিঠাই-উচ্ছেবাবু, দেখা যাবে আদৃত-সৌমিতৃষা জুটি!

Published on:

Mithai Serial Soumitrisha Kundu Adrit Roy might be seen in Big Screens Says Netizens on social media

জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল মিঠাই (Mithai)। শুরু থেকে এই সিরিয়াল নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই আজও। সময়ের সাথে দিনে দিনে টিআরপি তালিকায় সিরিয়ালের নাম্বার কমেছে ঠিকই কিন্তু আজও ৫৬ বারের বেঙ্গল টপার এই সিরিয়ালের জনপ্রিয়তার ধারে কাছে ঘেষতে পারেনি কেউ। ধারাবাহিকে সিদ্ধার্থ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা আদৃত রায় (Adrit Roy) এবং নায়িকা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।

এই সিরিয়ালের হাত ধরে তারা দুজনেই পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। প্রথম থেকেই দর্শকমহলে দারুন হিট হয়েছে আদৃত সৌমিতৃষার জুটি। সিরিয়ালে তাদের নাম সিড মিঠাই তাই দর্শকরা ভালোবেসে তাদের নাম দিয়েছে সিধাই। সোশ্যাল মিডিয়ায় তাদের এই জুটিকে নিয়ে অনুরাগীদের পাগলামির শেষ নেই। এই সিরিয়ালে যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন প্লট অনুযায়ী ধারাবাহিকে দেখানো হয়েছে গোডাউনে আগুন লেগে মৃত্যু হয়েছে মিঠাইয়ের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,আদৃত রায়,Adrit Roy,সৌমিত্রিশা কুন্ডু,Soumitrisha Kundu,সিনেমা,Cinema

তারপর থেকে ধারাবাহিক এসেছে বেশ কয়েক বছরের লীপ। সেই সাথে পরিবর্তন হয়েছে ধারাবাহিক সম্প্রচারের সময়ও। মিঠাইয়ের মৃত্যুর পর মনোহরায় এন্ট্রি নিয়েছে হুবহু মিঠাইয়ের মতো দেখতে মিঠি। শাক্যর হোম টিউটর সে। ইতিমধ্যেই তার সাথে ঘটনাচক্রে একবার বিয়েও হয়ে গিয়েছে সিদ্ধার্থের। অন্যদিকে মিঠাই-এর মৃত্যুর পর থেকে নানাভাবে তার মৃত্যুর রহস্য খোঁজার  করার চেষ্টা করে চলেছে সিদ্ধার্থ।

কিন্তু কোনভাবেই কোন সমাধান সূত্র পাচ্ছে না সে। এরই মধ্যে নতুন বছরের নতুন চমক হিসেবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের একটি নতুন প্রোমো। সেখানে দেখা গিয়েছিল কয়েক বছর আগে মিঠাই  যেখানে মারা গিয়েছিল ঠিক সেখানেই হঠাৎ করে সিদ্ধার্থের সামনে এসে হাজির হয়েছে মিঠাই। কিন্তু  এত বছর পর হঠাৎ মিঠাইকে সামনে থেকে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না সিদ্ধার্থ।

Wait is over finally mithai is comeback new promo on air

অন্যদিকে বহুদিন পর ধারাবাহীকে মিঠাইকে আগের রূপে দেখে ব্যাপক কৌতুহলী হয়ে পড়েছিলেন দর্শকরা।  আজ টিভির পর্দায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব। কিন্তু তার আগেই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে এই পর্বের আপডেট। যা থেকে জানা যাচ্ছে এবারও মিঠাই নয় আসলে সিদ্ধার্থকে মিঠাইয়ের মৃত্যু রহস্য খুঁজে বার করতে সাহায্য করার জন্য এগিয়ে আসবে মিঠি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,আদৃত রায়,Adrit Roy,সৌমিত্রিশা কুন্ডু,Soumitrisha Kundu,সিনেমা,Cinema

কিন্তু এই পর্ব দেখে দর্শকদের একটা বড় অংশই মিঠাইয়ের এই পর্বের সাথে তুলনা করছেন শাহরুখ খান দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ওম শান্তি ওম’ সিনেমার।  শুধু তাই নয় একজন মিঠাই ভক্তের দাবি বলিউডের এই ওম শান্তি ওম এর রিমেক বানানো হোক বাংলায়। যার পরিচালনার দায়িত্বে থাকবেন রাজ চক্রবর্তী এবং সেই সিনেমায় নায়ক নায়িকা চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হোক পর্দার মিঠাই সিদ্ধার্থকে অর্থাৎ আদৃত  সৌমিতৃষাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥