• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘একটা বাংলা গান গাও’, লাইভ কনসার্টে ভক্তদের আবদারে আবারও মন কেড়ে নিলেন অরিজিৎ সিং

Published on:

Arijit Singh again wins heart in Bengaluru live consert when asked for a bengali song

ভারতের তো বটেই, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা সঙ্গীত শিল্পীদের (Singer) মধ্যে একজন হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। গোটা বিশ্বে অসংখ্য অনুরাগী রয়েছে তাঁর। জনপ্রিয়তার নিরিখে টেক্কা দেন বিদেশের গায়ক-গায়িকা, ব্যান্ডদেরও। এখন এই অরিজিৎই ভারতের নানান জায়গায় শো করছেন। কয়েকদিন আগে কলকাতায় পারফর্ম করে গিয়েছেন তিনি। সম্প্রতি বেঙ্গালুরুতে (Bangalore) বসেছিল গায়কের কনসার্টের আসর।

গত ৪ মার্চ বেঙ্গালুরুর নাইস ময়দানে আয়োজিত হয়েছিল অরিজিতের লাইভ অনুষ্ঠান (Arijit Singh Bangalore concert)। অন্যান্য সব শহরের মতো সেখানেও উপচে পড়েছিল শ্রোতাদের ভিড়। শনিবারের অনুষ্ঠানে বেশিরভাগই হিন্দি গান গাইছিলেন গায়ক। শ্রোতারাও তখন অরিজিৎ-ম্যাজিকে কাবু। এসবের মাঝেই মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা একদল শ্রোতা একটা বাংলা গান (Bengali song) শোনানোর আবদার করেন গায়কের কাছে।

Arijit Singh, Arijit Singh Bangalore concert, Arijit Singh Bengali song

মঞ্চের কাছে দাঁড়িয়ে থাকা একদল অনুরাগী অরিজিতকে বলেন, ‘একটা বাংলা গান শোনাও না’। প্রথমে ঈশারায় প্রত্যুত্তর দেন গায়ক। কিছুক্ষণ পর গানের সুরে বাংলায় জবাব দিয়ে প্রত্যেককে মুগ্ধ করে দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে অরিজিতের বেঙ্গালুরু কনসার্টের এই বিশেষ মুহূর্ত।

অরিজিৎ নিজের অনুষ্ঠানে শ্রোতাদের সঙ্গে কথোপকথন করতেই থাকেন। কখনও তাঁদের অটোগ্রাফের আবদার মেটান, কখনও ভক্তদের দাবি শুনে আবার নির্দিষ্ট কোনও গান দু’কলি গেয়ে শোনান। বেঙ্গালুরুতেও অনেক বাঙালি থাকেন। তাই স্বাভাবিকভাবেই সেখানকার কনসার্টে বাংলা গান শোনানোর আবদার গিয়েছিল অরিজিতের কাছে।

Arijit Singh, Arijit Singh Bangalore concert, Arijit Singh Bengali song

অরিজিৎ সেই সময় ‘কবীর সিং’ ছবির ‘তুঝে কিতনা চাহনে লগে হাম’ গানটি গাইছিলেন। তখনই কয়েকজন অনুরাগী একটি বাংলা গান শোনানোর আবদার করেন তাঁর কাছে। এরপর গান না থামিয়ে সেই সুরেই অরিজিৎ বলেন, ‘ বাংলা এখানে কেউ বোঝে না’। এরপর ফের নিজের গান গাইতে থাকেন তিনি। গায়কের মুখ থেকে অতটুকু বাংলা শুনে সন্তুষ্ট হয়ে যান তাঁর অনুরাগীরাও।

শনিবার বেঙ্গালুরুর কনসার্টে ঋষভ শেট্টি পরিচালিত ‘কানতারা’ ছবির জনপ্রিয় গান ‘বরাহরূপম’ গেয়ে শোনান অরিজিৎ। কন্নড় ভাষায় এই গান গেয়ে কর্ণাটকবাসীদের মন জয় করে নিয়েছেন বাংলার এই প্রতিভাবান শিল্পী। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা কনসার্টের পর ফের পশ্চিমবঙ্গে শো করতে আসছেন অরিজিৎ। প্রথমবার উত্তরবঙ্গে কনসার্ট করবেন তিনি। পছন্দের শিল্পীকে চাক্ষুষ দেখার জন্য মুখিয়ে রয়েছে উত্তরবঙ্গবাসী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥