• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অন্ধ ভক্ত ! সুশান্ত থেকে নোরা ফাতেহি এই ৫ তারকার অনুরাগীরা নিজেদের শরীরে এঁকেছেন ট্যাটু

Published on:

ট্যাটু,বলিউড,নোরা ফাতেহি,সোনু সুদ,সুশান্ত সিং রাজপূত,tattoo,sushant singh rajput,ram charan,fan,fan made tattoo,mad fans

‘ফ্যান ‘ হওয়া মুখের কথা নয় , বলিউডের সব সেলেবদেরই লাখ লাখো ফ্যান ফলোয়ার্স রয়েছে। আর তাদের একেকজনের ভক্তরা এতটাই পাগল যে প্রিয় তারকাকে একটাবার দেখতে তারা সব কিছুই করতে পারে। তাদের সমস্ত ছবি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখায় হোক , বা জন্মদিনে কেক কাটাই হোক প্রিয় তারকাদের তারা ভগবান জ্ঞানে মাথায় তুলে রাখেন।

তবে আজ এমন কিছু ভক্তদের কথা বলব যারা নিজেদের পছন্দের তারকাদের জন্য সমস্ত সীমা পার করে গিয়েছেন। আর তাদের ছবি দেওয়ালে আটকানো , বা সিনেমা নয় এই ভক্তরা প্রিয় তারকার নাম বা মুখ ট্যাটু করেছেন নিজেদের শরীরে। ট্যাটু জিনিসটা করা বেশ বেদনাদায়ক তা আমরা সকলেই জানি ,কিন্তু এই অনুরাগীরা আজীবনের জন্য নিজেদের শরীরে স্থান দিয়েছেন নিজের প্রিয় তারকাকে। আসুন আজ আপনাদের পরিচয় করিয়ে দিই তারকাদের এমনই কিছু ভক্তের সাথে।

সুশান্ত সিং রাজপুত  (Sushant Singh Rajput) –
ট্যাটু,বলিউড,নোরা ফাতেহি,সোনু সুদ,সুশান্ত সিং রাজপূত,tattoo,sushant singh rajput,ram charan,fan,fan made tattoo,mad fans
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের খুব অল্প সময়েই বলিউডে ভালো ফ্যান ফলোয়িং ছিল। সুশান্তের মৃত্যুর পর তার ভক্তরা শোকাহত। তাঁর মৃত্যুর পর দেশজুড়ে বিপুল সংখ্যক ভক্ত তাঁর সমর্থনে নেমেছেন। অন্যদিকে, এক ভক্ত তার পিঠে সুশান্তের মুখে ট্যাটু করিয়েছিলেন। তাতে আরও লেখা ছিল, অলওয়েজ লেজেন্ড।
সোনু সুদ (Sonu Sood) –
sonu soo
অভিনেতা সোনু সুদ লকডাউনে দরিদ্র, শ্রমিক এবং অসহায় মানুষকে সাহায্য করে অনেক আলোচনায় রয়েছেন। এসময় তিনি সারাদেশ থেকে বিশেষ প্রশংসা পান। এরপর তার ফ্যান ফলোয়িংও বেড়ে যায়। সোনুর একজন ভক্তকেও দেখা গেছে যার হাতে সোনুর পুরো নাম মুখের ট্যাটু করিয়েছিলেন। ভিডিওটি সোনু নিজেও দেখেছেন। যেখানে অনেক ভক্ত তাদের সন্তানের নাম সোনুর নামে রেখেছেন, কেউ কেউ তাদের দোকানের নাম রেখেছেন সোনু সুদ।
রাম চরণ (Ram Charan) –
ram charan
রাম চরণ তেলেগু সিনেমার একজন সুপারস্টার। রামের ফ্যান ফলোয়িংও বেশ প্রবল। তিনি যখন তাঁর আসন্ন ছবি ‘RRR’-এর প্রচারের জন্য সম্প্রতি মুম্বাইয়ে ছিলেন, তখন তিনি এমন একজন ভক্তকেও পেয়েছিলেন যিনি তাঁর হাতে রামের ছবি ‘RRR’-এর চেহারার ট্যাটু করেছিলেন।
কার্তিক আরিয়ান (Kartik Aryan) –
কার্তিক আরিয়ান হিন্দি সিনেমার একজন উদীয়মান অভিনেতা। কার্তিকের ফ্যান ফলোয়িংও অসাধারণ। তার এক ভক্ত তার বুকে ট্যাটু করিয়েছিলেন। এরপর কার্তিকের সঙ্গেও দেখা হয় ওই ভক্তের। এটি দেখে কার্তিক হতবাক এবং খুব খুশি।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥