• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসাথে দুই বউকে গর্ভবতী করে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে! ইউটিউবারের ‘নোংরামি’তে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

Published on:

Famous YouTuber Armaan Malik plays third marriage prank on pregnant wives

জনপ্রিয় ইউটিউবার (YouTuber) আরমান মালিককে (Armaan Malik) নিয়ে সংবাদমাধ্যমে চর্চা চলতেই থাকে। প্রায়শয়ই নিজের ব্যক্তিগত জীবনের সৌজন্যে আলোচনার কেন্দ্রে উঠে আসেন তিনি। প্রথমে দু’বার বিয়ে করে নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন আরমান। কয়েকমাস আগে আবার দুই স্ত্রীয়ের একসঙ্গে প্রেগন্যান্ট হওয়ার খবর শুনিয়ে নেটাগরিকদের ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন তিনি।

এবার আবার আরও একধাপ এগিয়ে গিয়েছেন এই জনপ্রিয় ইউটিউবার। বাড়িতে দুই প্রেগন্যান্ট স্ত্রীকে ফেলে তৃতীয়বারের জন্য সাত পাক ঘুরে ফেলেছেন আরমান। দুই বউকে না জানিয়েই সম্পূর্ণ কাণ্ডটি ঘটিয়েছেন তিনি! শুধু এটুকুই নয়, তৃতীয়বারের জন্য সাত পাক ঘুরে আবার স্ত্রীদের সারপ্রাইজও দেন সংশ্লিষ্ট ইউটিউবার। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ভিডিও।

Armaan Malik marriage, Armaan Malik third marriage, Armaan Malik marrige prank

আরমান এমন একজন ব্যক্তিত্ব যার ব্যক্তিগত জীবন নিয়ে প্রচুর কাঁটাছেঁড়া হয়েছে। একই বাড়িতে দুই স্ত্রী পায়েল এবং কৃতিকার সঙ্গে তাঁর থাকা নিয়েও কম কটাক্ষ করেন না নেটিজেনরা। কিন্তু তাতেই থোড়াই কেয়ার তাঁদের! একসঙ্গে দুই স্ত্রীকে নিয়ে বেশ সুখেই সংসার করছিলেন তিনি। কিন্তু আরমান তৃতীয় বিয়ে করাতেই ঝড় উঠেছে মালিক পরিবারে!

সম্প্রতি এই জনপ্রিয় ইউটিউবার নিজের ইউটিউব চ্যানেল একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বিয়ে করে তৃতীয় স্ত্রীকে সোজা বাড়িতে নিয়ে চলে এসেছেন তিনি। সতীনকে দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় পায়েল এবং কৃতিকার। ভিডিওয় দেখা যাচ্ছে, আরমানের তৃতীয় স্ত্রীকে শাপশাপান্ত করছেন পায়েল। অপরদিকে কৃতিকা তাঁকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ধমকি দিচ্ছেন।

Armaan Malik marriage, Armaan Malik third marriage, Armaan Malik marrige prank

আরমানের কাণ্ড দেখে নেটিজেনদের একাংশও বেশ চটেই গিয়েছিল। কিন্তু তখনই আসে এক জব্বর টুইস্ট। পায়েল-কৃতিকা সহ প্রত্যেক নেটিজেনকে অবাক করে ইউটিউবার জানান, সত্যি সত্যি তৃতীয়বারের জন্য গাঁটছড়া বাঁধেননি তিনি। বরং দুই স্ত্রীকে বোকা বানানোর জন্য এমনটা করেছেন।

প্রসঙ্গত, কয়েকমাস আগে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে পায়েল এবং কৃতিকার একসঙ্গে গর্ভবতী হওয়ার সংবাদ ঘোষণা করেছিলেন আরমান। দুই হবু মাকে রঙমিলান্তি পোশাকে দেখা গিয়েছিল সেখানে। সেই পোস্টের পরেও অবশ্য আরমান-পায়েল এবং কৃতিকা নেটিজেনদের একাংশের রোষের মুখে পড়েছিলেন। যদিও অনেকে এও বলেছিলেন, তাঁরা যেভাবে একসঙ্গে মিলেমিশে থাকেন তা সত্যিই দেখার মতো।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥