বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় শিল্পীদের মধ্যে অবশ্যই নাম থাকবে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের (Biplab Chatterjee)। একাধিক সুপারহিট ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে জয় করেছেন দর্শকমন। এখনও অবধি তাই টলিউডের সেরা ভিলেনদের (Villain) নামের তালিকায় স্থান করে নেন বিপ্লব। সম্প্রতি এই নামী অভিনেতাই একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন।
দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে পাঁচ দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন বিপ্লব। ৫৩ বছর ধরে টলিপাড়ায় কাজ করছেন তিনি। আশির দশকের বাংলা ছবির খলনায়ক মানেই তাঁর নাম উঠে আসা একপ্রকার অবধারিত। প্রসেজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তাপস পাল হয়ে চিরঞ্জিত চক্রবর্তী- সেই সময়কার প্রায় সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন তিনি। ‘লোফার’, ‘মহান’, ‘প্রজাপতি’- বিপ্লবের ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট সিনেমা।
এবার ৫৩ বছরের অভিনয় জীবনের কাহিনী নিয়েই প্রকাশিত হল বিপ্লবের আত্মজীবনী। নাম ‘আমি বিপ্লব’। অনুলেখন করেছেন সুমন গুপ্ত। সম্প্রতি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিপ্লবের এককালের সহ অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা।
গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে অনেক কিছু যেমন পেয়েছেন, তেমনই প্রচুর জিনিস হারিয়েছেনও বিপ্লব। আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে অভিনেতার গলায় শোনা গেল সেই ক্ষোভই। ‘আমি বিপ্লব’ প্রকাশের অনুষ্ঠানে নাম না করেই ইন্ডাস্ট্রির কিছু মানুষকে নিশানা করেন তিনি।
বিপ্লবের কথায়, ‘এত বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করে আমি অনেকের বন্ধু হলেও, আমি নিজে সেভাবে বন্ধু পাইনি’। বর্ষীয়ান অভিনেতার সংযোজন, ‘অনেক কাজ যেমন করেছি, তেমনই প্রচুর কাজ আবার হাতছাড়াও হয়েছে। অনেকে শত্রুতাও করেছেন। কলকাঠি করে আমায় কাজও করতে দেননি। সেই জন্য এই ইন্ডাস্ট্রিতে আমার বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা বেশি’।
প্রসঙ্গত, একসময় টলিপাড়ায় দাপিয়ে অভিনয় করলেও এখন অভিনেতাকে সেভাবে আর পর্দায় দেখা যায় না। কয়েকমাস আগে বিপ্লবের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল বয়সের ভারে সাহায্য নিয়ে হাঁটছেন অভিনেতা। এককালের দাপুটে ভিলেনের এমন অবস্থা দেখে চোখ ভিজেছিল বহু অনুরাগীর।