• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজ মিটতেই বাতিলের খাতায়! নাম নিয়ে প্রসেনজিৎ-শুভশ্রীদের ‘অকৃতজ্ঞ’ বলে কটাক্ষ প্রভাত রায়ের

সম্প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছিলেন টলিউডের নামী অভিনেতা (Tollywood actor) বিপ্লব চট্টোপাধ্যায়। এবার সেই তালিকায় নাম তুললেন ইন্ডাস্ট্রির নামী বর্ষীয়ান পরিচালক (Tollywood director) প্রভাত রায় (Prabhat Roy)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করে টলিউডের একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীকে একহাত নিয়েছেন তিনি।

টলিউডের একসময়ের নামী পরিচালকদের মধ্যে একজন প্রভাত রায়। দর্শকদের উপহার দিয়েছেন বহু সুপারহিট সিনেমা। তাঁর হাত ধরেই উত্থান হয়েছে, জনপ্রিয়তা পেয়েছে বহু তারকা। এই তালিকায় এমনও অনেকে রয়েছেন যারা শুধুমাত্র টলিউডেই নয়, এখন বলিউডেও কাজ করছেন। কিন্তু তা সত্ত্বেও এখন প্রবীণ পরিচালকের খোঁজ রাখেন না অনেকেই।

   

Prabhat Roy

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে প্রভাতবাবু আক্ষেপ করেছেন, বয়সকালে তিনজন বাদে তাঁর খোঁজখবর রাখেন না অনেকেই। এমনকি তাঁর স্ত্রী মারা যাওয়ার পরেও অনেকে আসা তো দূর, খোঁজটুকুও নেননি। টলিউডের প্রথম সারির এমনই বহু ‘অকৃতজ্ঞ’ তারকার নাম ফাঁস করে দিয়েছেন বর্ষীয়ান পরিচালক।

প্রভাতবাবু সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আমি প্রায় ১৫ জন নতুন ছেলেমেয়েকে সিনেমায় সুযোগ দিয়েছি। রূপা গাঙ্গুলী, ঋতুপর্ণা,  টোটা থেকে শুরু করে শুভশ্রী, সায়ন্তিকা। তার মধ্যে তিনজন আমাকে মনে রেখেছে। ঋতুপর্ণা, টোটা, সায়ন্তিকা। বাকি সব অকৃতজ্ঞ। একটা খোঁজও নেয় না’।

Prabhat Roy Facebook postবর্ষীয়ান পরিচালকের এই পোস্ট সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর এক নামী সংবাদমাধ্যমের কাছে প্রভাতবাবু বলেন, চলতি বছর এপ্রিল মাসে প্রয়াত হয়েছেন তাঁর স্ত্রী। কিন্তু ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষজনই তাঁর কোনও খোঁজ খবর নেয়নি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখা করবেন বলেও করেননি। জিৎ তো আবার খোঁজটুকুও নেননি।

Prosenjit Chatterjee and Jeet

প্রভাতবাবুর সংযোজন, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং টোটা রায় চৌধুরীরা দেখা করেছিলেন। রঞ্জিৎ মল্লিককে না জানানো হলেও তিনি দেখা করেছিলেন। সায়ন্তিকা দেখা না করতে পারলেও ফোন করে খোঁজ নিয়েছেন। ‘শ্বেত পাথরের থালা’, ‘শুভদৃষ্টি’, ‘পিতৃভূমি’, ‘লাঠি’, ‘প্রতিদান’, ‘সেদিন চৈত্রমাস’এর মতোও একাধিক সুপারহিট ছবির পরিচালনা করা প্রভাতবাবুর ঝুলিতে রয়েছে ২টি জাতীয় পুরস্কারও। বর্ষীয়ান পরিচালকের পোস্ট দেখে একসঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন কবীর সুমন। আগ্রহ দেখিয়েছেন প্রভাতবাবু নিজেও।