• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উত্তম-সুচিত্রা থেকে জিৎ-কোয়েল, বাস্তবেও প্রেম করতেন এই টলি জুটিরা? ফাঁস হল আসল সত্যি

Updated on:

Tollywood,Relationship,Dev,Puja Banerjee,Jeet,Koel,Prosenjit Chatterjee,Rituparna Sengupta,Anirban Bhattacharya,Sohini Sarkar,Uttam Kumar,Suchitra Sen,gossip,tollywood gossip,entertainment,টলিউড,সম্পর্ক,দেব,পূজা ব্যানার্জি,উত্তম কুমার,সুচিত্রা সেন,ঋতুপর্ণা সেনগুপ্ত,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,অনির্বাণ ভট্টাচার্য,সোহিনী সরকার,গসিপ,টলিউড গসিপ,বিনোদন,Tollywood couples who were rumoured to be dating

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) এমন অনেক জুটি (Couple) রয়েছে যাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের ভীষণ পছন্দের। উত্তম কুমার-সুচিত্রা সেন থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্ত- সেই তালিকায় নাম রয়েছে টলিপাড়ার একাধিক নামী তারকার। এনাদের মধ্যে অনেকের ব্যাপারেই শোনা যেত, তাঁরা নাকি বাস্তবেও প্রেম (Relationship) সম্পর্কে আবদ্ধ রয়েছেন। সত্যিই কি তাই? আজকের প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা হল।

উত্তম কুমার-সুচিত্রা সেন (Uttam Kumar-Suchitra Sen)- বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ‘মহানায়ক’, ‘মহানায়িকা’ বলা হয় উত্তম-সুচিত্রাকে। তাঁদের অনস্ক্রিন রসায়ন ছিল দেখার মতো। পর্দার মধ্যে তাঁদের তুখোড় রসায়ন দেখে অনেকেই ভাবতেন, বাস্তব জীবনেও হয়তো সম্পর্কে রয়েছেন দুই তারকা। একাধিকবার উত্তম-সুচিত্রার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া হয়েছে। যদিও এই বিষয়ে তাঁরা নিজেরা কখনও মুখ খোলেননি।

Uttam Kumar and Suchitra Sen

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্ত (Prosenjit Chatterjee-Rituparna Sengupta)- টলিপাড়ার হিট জুটির নামের তালিকায় প্রসেনজিৎ-ঋতুপর্ণার নাম থাকবে না তা কি হয়! একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন এই দুই তারকা। শোনা যেত, শুধু পর্দাতেই নয়, বাস্তবেও প্রেম করতেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। যদিও আসল সত্যিটা কি তা এখনও অজানাই রয়ে গিয়েছে।

Prosenjit Chatterjee and Rituparna Sengupta

জিৎ-কোয়েল (Jeet-Koel)- টলিপাড়ার আর এক হিট জুটি জিৎ-কোয়েলের নামও তালিকায় রয়েছে। ‘নাটের গুরু’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন দু’জনে। প্রথম ছবিতেই দু’জনের রসায়ন মনে ধরে যায় দর্শকদের। এরপর অগুণতি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন জিৎ-কোয়েল। শোনা যেত, বাস্তব জীবনেও প্রেম করতেন দুই তারকা। যদিও সেই গুঞ্জন আদৌ সত্যি ছিল কিনা তা আজও জানা যায়নি।

Jeet and Koel Mallick

অনির্বাণ ভট্টাচার্য-সোহিনী সরকার (Anirban Bhattacharya-Sohini Sarkar)- টলিপাড়ার দুই নামী তারকা অনির্বাণ-সোহিনীর প্রেম নিয়েও কম চর্চা হয়নি। একসঙ্গে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন দু’জনে। তখন থেকেই রটতে শুরু করেছিল, অনির্বাণ-সোহিনী নাকি প্রেম করছেন। যদিও অনির্বাণ এখন বিবাহিত। অপরদিকে সোহিনী অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে খবর।

Anirban Bhattacharya and Sohini Sarkar

দেব-পূজা ব্যানার্জি (Dev-Puja Banerjee)- টলি সুপারস্টার দেবের নামও তালিকায় রয়েছে। ‘চ্যালেঞ্জ ২’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন দেব এবং পূজা।

Dev and Puja Banerjee

শোনা গিয়েছিল, এই ছবির শ্যুটিং করতে গিয়ে দুই তারকার ঘনিষ্ঠতা বেড়েছিল। সেখান থেকেই তাঁদের প্রেমের গুঞ্জনও রটতে শুরু করে। যদিও পূজা এখন বিবাহিত এবং এক সন্তানের মা। অপরদিকে দেব প্রেম করছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥