• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সফল শিল্পী হলেও অহংকারী হওয়া মোটে ভালো নয়! বর্তমান শিল্পীদের অহংকার নিয়ে বিস্ফোরক অনুরাধা রায়

Published on:

Famous Tollywood actress Anuradha Roy opens up about her work and Tollywood industry

বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী হলেন অনুরাধা রায় (Anuradha Roy)। একসময় একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। এখন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে (Bengali serial) কাজ করছেন বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর সরল, সাবলীল অভিনয় দেখে একেবারে মুগ্ধ হয়ে যান দর্শকরা। তবে শুধুমাত্র ভালো অভিনেত্রীই নন, অনুরাধা একজন অত্যন্ত ভালো মানুষও। সম্প্রতি তাঁর একটি সাক্ষাৎকারে আরও একবার প্রমাণিত হয়ে গিয়েছে।

আসলে সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন অনুরাধা। সেখানেই তাঁর বক্তব্য শুনে, প্রত্যেকের প্রতি এই বর্ষীয়ান অভিনেত্রীর ব্যবহার দেখে আরও একবার মুগ্ধ হুয়ে গিয়েছে নেটিজেনরা। টলিপাড়ার এই নামী অভিনেত্রী জানান, স্বামী অসুস্থ তবে তাই বলে কাজ থেকে একটুও বিরতি নেননি তিনি। স্বামীর শরীর খারাপ হলেও অনুরাধা হাসি মুখে শ্যুটিং ফ্লোরে হাজির হয়ে গিয়েছেন।

Anuradha Roy

সেই সাক্ষাৎকারে অনুরাধা নিজের কেরিয়ার থেকে শুরু করে পছন্দ-অপছন্দের প্রোজেক্ট সব কিছু নিয়েই মুখ খোলেন। ‘গাঁটছড়া’র ঋদ্ধিমানের ঠাকুমা জানান, ইন্ডাস্ট্রিতে ৩৫ বছর কাজ করলেও এখনও পর্যন্ত তাঁর সবচেয়ে পছন্দের চরিত্র হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি হওয়া ‘চরিত্রহীন’ সিনেমার কিরণময়ী চরিত্রটি। আর ধারাবাহিকের কথা বলা হলে অভিনেত্রীর পছন্দ ‘প্রতিবিম্ব’, ‘গানের ওপারে’।

অনুরাধা বলেন, ‘গানের ওপারের মতো সিরিয়াল এখনও পর্যন্ত হয়নি এবং ভবিষ্যতেও হবে কিনা জানা নেই। যেহেতু ঋতুপর্ণ আর আমাদের মধ্যে নেই’। এছাড়াও অভিনেত্রীর পছন্দের সিরিয়ালের তালিকায় রয়েছে ‘রাজেশ্বরী’, ‘রাসমণি’র মতো বেশ কিছু ধারাবাহিকের।

Anuradha Roy

এর সঙ্গেই অনুরাধা জানান, টলিউডে ৩৫ বছর কাটিয়ে ফেলার পর এখন সেটই তাঁর কাছে ঘর বাড়ি হয়ে গিয়েছে। এক সিরিয়ালের সেট থেকে অন্য সেটে যাওয়ার সময় বর্ষীয়ান অভিনেত্রীর মনে হয় যেন তিনি তাঁর বাড়ির এক ঘর থেকে অপর ঘরে যাচ্ছেন।

অবশ্য শুধুমাত্র এই বিষয়গুলিই নয়, কথার প্রেক্ষিতে বর্তমানের অভিনেতা-অভিনেত্রীদের অহংকার নিয়েও মুখ খোলেন অনুরাধা। মানুষকে সম্মান করার প্রসঙ্গে কথা বলার সময় অভিনেত্রী বলেন, ‘অভিনয়ের পাশাপাশি বলে নয়, আমার মনে হয় ছোটবেলা থেকেই এই বিষয়গুলি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে’। সেইসঙ্গেই ‘গাঁটছড়া’য় রিদ্ধির ঠাকুমার উপলব্ধি, এখন মনে হয় মানুষের মানুষকে আপন করে নেওয়ার, কাছে টেনে নেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। আর সেই জন্যই হয়তো এত অহংকার কিছু তারকাদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥