• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেরা টেলি অভিনেত্রী অথচ বাস্তবে খুব একা! টলিউডেও কোনও বন্ধু নেই, আক্ষেপ ‘মোহর’ নায়িকা সোনামণির

Published on:

Famous television actress Sonamoni Saha says she has no friend in Tollywood

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের যে সকল জনপ্রিয় অভিনেত্রী (Television actress) রয়েছেন, তাঁদের মধ্যে একজন হলেন সোনামণি সাহা। গত কয়েক বছরে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। আদায় করেছেন দর্শকদের ভালোবাসা। ‘দেবী চৌধুরানী’, ‘মোহর’এর পর এখন ‘এক্কাদোক্কা’য় অভিনয় করছেন সোনামণি (Sonamoni Saha)।

তবে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেও, সোনামণির জীবনেও কিন্তু বেশ কিছু আক্ষেপ রয়েই গিয়েছে। পুজোর সময় একটি নামী সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজের জীবনের ‘একাকীত্ব’ নিয়ে মুখ খুলেছেন এই নামী টেলি নায়িকা।

Sonamoni Saha

সোনামণি জানিয়েছেন, এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করলেও, তাঁর কোনও বন্ধু নেই। বাস্তব জীবনেও চিত্রটা অনেকটা এক। জানিয়ে রাখি, ‘দেবী চৌধুরানী’র হাত ধরে ইন্ডাস্ট্রিতে প্রবেশ সোনামণির। তবে জনপ্রিয়তা পান ‘মোহর’ ধারাবাহিকের হাত ধরে। সিরিয়াল করতে করতেই তাঁর বড়পর্দায় ডেবিউর খবরও শোনা গিয়েছিল। প্রতীক সেনের বিপরীতে ‘বেহায়া’ ছবির শ্যুটিংও শুরু করেছিলেন। তবে মাঝপথেই বন্ধ হয়ে যায় ছবির কাজ।

Sonamoni Saha and Pratik Sen

এই মুহূর্তে ‘এক্কাদোক্কা’য় রাধিকার চরিত্রে চুটিয়ে কাজ করছেন সোনামণি। ধারাবাহিকটির জনপ্রিয়তাও বেশ ভালো। তবে এত কিছুর পরেও ইন্ডাস্ট্রি যেন এখনও অভিনেত্রীকে আপন করে নিতে পারেনি। সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় সোনামণি আক্ষেপের সুরেই বলেন এত বছর হয়ে গেলেও ইন্ডাস্ট্রিতে তাঁর কোনও বন্ধু নেই।

পর্দার রাধিকার কথায়, ‘পুজোর ক’টা দিন বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে ইচ্ছা করে খুব। তবে শুধু ইন্ডাস্ট্রিই নয়, ইন্ডাস্ট্রির বাইরেও আমার বন্ধু নেই। জানি না কেন কেউ আমার সঙ্গে বন্ধুত্বই করতে চায় না। আমার মধ্যেই হয়তো কোনও সমস্যা রয়েছে। কোনও অনুষ্ঠানে পর্যন্ত আমায় ডাকে না’।

Sonamoni Saha sad

জানিয়ে রাখি, এই মুহূর্তে অভিনেতা সপ্তর্ষি মৌলিকের সঙ্গে ‘এক্কাদোক্কা’য় অভিনয় করছেন সোনামণি। ব্যক্তিগত জীবনে সোনামণি একজন ডিভোর্সি। তবে ইন্ডাস্ট্রির গুঞ্জন সহ-অভিনেতা প্রতীক সেনের সঙ্গেই সম্পর্কে রয়েছেন তিনি। প্রসঙ্গত, প্রতীক এই মুহূর্তে ‘সাহেবের চিঠি’তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥