বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত মুখ হলেন সুজন মুখার্জি (Sujan Mukherjee) ওরফে নীল মুখার্জি (Neel Sujan Mukherjee)। তাঁকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। বড় পর্দা, ছোট পর্দা (Bengali television serial) থেকে শুরু করে থিয়েটার, নীল অভিনয় করেছেন সব মাধ্যমেই। সেই সঙ্গেই নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে মুগ্ধ করেছেন প্রত্যেককে।
ছোটপর্দার বহু জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছেন নীল। তাঁর সঞ্চালিত ‘লক্ষ্মীছানা’ শোয়ের কথা এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। এখন তিনি অভিনয় করছেন সান বাংলার ‘আলোর ঠিকানা’ ধারাবাহিকে।

সান বাংলার এই ধারাবাহিকে নায়িকা আলোর বাবার চরিত্রে অভিনয় করছেন নীল। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবাদৃতা বসু এবং জন ভট্টাচার্য। নীল অভিনীত চরিত্রটি বেশ কঠোর গোছের। মেয়েকে সবকিছুতে বাঁধা দেয় সে। এক কথায় এই ভাবে আলোকে নিজের হাতের মুঠোয় রাখতে চায় তাঁর বাবা।
তবে পর্দার আলোর বাবা বাস্তবে কেমন পিতা? এক ছেলের বাবা নীল সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় বাস্তব জীবনে সন্তান মানুষ করার ‘আক্ষেপ’ নিয়ে মুখ খুলেছেন।

নীল বলেন, পর্দার আলোর বাবার সঙ্গে তাঁর বাস্তব জীবনের কোনও মিলই নেই। তিনি তাঁর ছেলের ওপর কোনও জিনিস চাপিয়ে দেন মা। পাশাপাশি মজা করে এও বলেন যে ছেলের তাঁকে ভয় পাওয়া তো দূর, উল্টে তাঁকেই শাসিয়ে দেয়। বাবা হিসেবে একেবারেই কড়া ধাঁচের নন তিনি। যদিও এই নিয়ে অনেক কথা শুনতে হয় বলে জানিয়েছেন নীল। তবে তা সত্ত্বেও নিজেকে একটুও বদলাননি অভিনেতা।
নীল বলেন, ‘আমায় আমার ছেলে শাসন করে। আমার বেশিরভাগ কথাই শোনে না ছেলে। আসলে এখনকার প্রজন্ম নিজেদের একটা চিন্তার দুনিয়া তৈরি করে। অনেক সময় সেই জন্য তাঁরা ভুলও করে ফেলে। তাই সেগুলোর ক্ষেত্রের সাবধানতা অবলম্বন করার কথা বলি’।














