• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হটাৎই ‘ডিভোর্স’ ঘোষণা নচিকেতার, অবশেষে বাবার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলল মেয়ে ধানসিঁড়ি

Published on:

Nachiketa Chakraborty's Daughter Dhansiri opens up on Divorce

একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, এরপর থেকে সংবাদমাধ্যম এবং নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে এসেছেন নামী গায়ক নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। ‘যাঃ! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল’- এই লেখা থেকেই যাবতীয় চর্চার সূত্রপাত। আপাতত বাংলার এই নামী গায়কের (Singer) সংসার ভাঙার (Divorce) খবরে ছেয়ে গিয়েছে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন নচিকেতা-কন্যা ধানসিঁড়ি (Dhansiri Chakraborty)।

বিনোদন দুনিয়ায় সম্পর্কের ভাঙা-গড়া লেগেই থাকে। এখন সোশ্যাল মিডিয়ার রমরমা বাজার, তাই এখানেই অনেকে বিয়ে কিংবা বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। নচিকেতার ‘ডিভোর্স’ পোস্টের পর থেকে এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরছে, তাহলে কি তিনিও সেই পথেই হাঁটলেন? বিয়ের এত বছর পর স্ত্রী সুমিতার সঙ্গে সম্পর্ক নিয়ে ফের চিন্তাভাবনা করছেন গায়ক?

Nachiketa Chakraborty

নচিকেতাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। কোনও মন্তব্য করেননি তিনি। তাই এবার একই প্রশ্ন রাখা হয়েছে গায়কের মেয়ে ধানসিঁড়ির সামনে। নচিকেতার ‘ডিভোর্স’ পোস্টের কারণটা কী? ধানসিঁড়ির গলাতেও শোনা যায় বাবার মতোই সুর।

নচিকেতা-কন্যা জানান, বাবা এমনটা কেন লিখেছেন তা তিনি বুঝে উঠতে পারছেন না। এক বাড়িতে থাকলেও এই বিষয়ে বাবার সঙ্গে কোনও কথা হয়নি তাঁর। আসলে এই সময় গানের অনুষ্ঠান নিয়ে প্রচণ্ড ব্যস্ত রয়েছেন নচিকেতা। তাই বাবা-মেয়ের কথা বলাই হয়ে ওঠেনি।

Nachiketa Chakraborty divorce

অপরদিকে মা সুমিতাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে ধানসিঁড়ি উত্তর পেয়েছেন, ‘নিজের কাজ কর, এই বিষয়ে তোকে ভাবতে হবে না’। সবশেষে গায়ক-কন্যা বলেন, তাঁর মা-বাবা যদি এমন কোনও সিদ্ধান্ত নিয়েও থাকেন তাহলে সেটা হবে তাঁদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।

Dhansiri Chakraborty

নচিকেতার সংসার ভাঙার যাবতীয় চর্চা শুরুই হয়েছে তাঁর ‘ডিভোর্স’ পোস্ট থেকে। যাঃ! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল’- এই লেখা দেখেই নেটিজেনদের মধ্যে গায়ক এবং তাঁর স্ত্রী সুমিতার বিচ্ছেদের জল্পনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই বিষয়ে প্রশ্ন করেছেন। বেশিরভাগ মানুষই জিজ্ঞেস করেছেন, সত্যি সত্যিই নচিকেতা ডিভোর্সের পথে হাঁটছেন কিনা? আবার কেউ কেউ এও বলেছেন, নতুন গানের প্রচার কৌশল এটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥