বাঙালি দর্শকদের বিনোদনের দেলি ডোজ হল সিরিয়াল (Serial)। প্রতিদিন সূয্যি মামা ডুব দেবার পরেই টিভির সামনে হাজির হয়ে পরে সকলে। টিভিতে নানা ধরণের সিরিয়ালের গল্প দেখেই বিনোদনের স্বাদ নেন দরহকেরা। তবে বর্তমানে বেশি ভাগ সিরিয়ালের গল্পই এক ধরণের হয়ে গিয়েছে। তাই দর্শকদের নজর আকর্ষণ করতে কত কিছুই দেখানোর চেষ্টা হচ্ছে সিরিয়াল গুলিতে। যে কারণে অবশ্য সোশ্যাল মিডিয়াতেও ট্রোলের অন্ত নেই সিরিয়াল নিয়ে।
কিছু সিরিয়ালে যৌথ পরিবারের কাহিনী তো কিছু সিরিয়ালে প্রেমের জন্য যুদ্ধ দেখানো হয়। তবে বেশিরভাগ সিরিয়ালেই কিছু জিনিস কমন হয় যায়। যেমন প্রায় প্রতিটা সিরিয়ালেই দেখা যায় একাধিক বিয়ে বা বিয়ের পরেও বিবাহ বহির্ভুত সম্পর্ক বা পরকীয়া। বাংলার এই সিরিয়ালের মধ্যে বেশ কিছু মেগা সিরিয়ালের চিত্রনাট্য লেখেন লেখিকা লীনা গাঙ্গুলী (Leena Ganguly)। লেখিকাকে মাঝে মধ্যেই কটাক্ষের শিকার হতে হয়।
লেখিকার সিরিয়ালের তালিকা বেশ লম্বা, খড়কুটো, শ্রীময়ী, দেশের মাটি এমনকি নতুন শুরু হওয়া ধূলোকণা সিরিয়ালটিও লীনা গাঙ্গুলির লেখা। কিন্তু মুশকিল হল নেটপাড়ায় একধিক নেটিজেনদের দাবি একই গল্পে ঘুরিয়ে ফিরিয়ে সর্বত্র দেখিয়ে বেড়াচ্ছেন লেখিকা। এই নিয়ে নেটপাড়ায় ট্রোল কম হয় না। তবে সম্প্রতি লীনা গাঙ্গুলিকে নিয়ে একটি মিম বেশ ভাইরাল হয়ে পড়েছে।
‘হুগলি মিমস’ নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে একটি মিম। যেখানে লীনা গাঙ্গুলির ছবির সাথে লেখা রয়েছে, ‘ওভাবে হাঁ করে কি দেখছিস? আমিই সেই অস্কার জয়ী লেখিকা, যে সস্তার গাঁজা খেয়ে গল্প লিখি, একটা হিরোর দুটো বউ, একটা বউয়ের চারটে বর, একটা বুড়ির পাঁচটা প্রেমিক, এই সবই আমার লেখা।’
ছবিটি শেয়ার হবার পর থেকেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। মিমকে ঘিরে চরম হাসাহাসি ও আলোচনাও শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে সর্বত্র। অবশ্য এতে বিন্দুমাত্র চিন্তা নেই লেখিকার। কারণ তিনি ফেসবুকে নেই, তাই কে কি বলল তা নিয়ে মাথা ব্যাথাও নেই।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে লেখিকাকে সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে লেখিকা জানিয়েছেন, ‘আসলে মতামতের ওপর তো আর টিআরপি নির্ভর করে না, তাছাড়া এদের আমি সচেন দর্শক হিসাবেও গণ্য করি না। বেশিরভাগ সময়েই যথেষ্ট যুক্তি রোভাবে থাকে। তাই নেটপাড়ার দর্শকদের নিয়ে মোটেও চিন্তিত নন লেখিকা।