• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠুন চক্রবর্তী থেকে অনিল কাপুর, বলিউডের এই ৭ তারকার প্রেমকাহিনী হার মানাবে যে কোনও সিনেমাকে

Published on:

Mithun Chakraborty to Anil Kapoor these bollywood celebrities love stories are like film

বলিউড তারকাদের (Bollywood celebrities) সারা দেশ জুড়ে প্রচুর অনুরাগী রয়েছে। প্রিয় তারকার জীবনের খুঁটিনাটি জানতে তাঁদের প্রচণ্ড আগ্রহ। তবে সবচেয়ে বেশি যে বিষয় তাঁদের আকর্ষিত করে তা হল বলিউড সেলেবদের ‘লাভ লাইফ’। আজ বলি পাড়ার এমনই ৭ তারকা জুটির প্রেম কাহিনীর বিষয়ে একটু জেনে নেওয়া যাক, যা যে কোনও সিনেমার গল্পকে হার মানাবে।

সঞ্জয় দত্ত এবং মান্যতা দত্ত (Sanjay Dutt and Manyata Dutt)

Sanjay Dutt and Manyata wedding

সুনীল দত্ত এবং নার্গিসের ছেলে মোট তিনটি বিয়ে করেছেন। ১৯৮৭ সালে রিচা শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সঞ্জয়। এরপর ১৯৯৮ সালে রিয়া পিল্লাইয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তবে সেই বিয়েও টেকেনি। তবে শেষ পর্যন্ত ২০০৮ সালে নিজের ভালোবাসার মানুষ মান্যতার গলায় মালা দেন এই অভিনেতা।

অনিল কাপুর এবং সুনীতা কাপুর (Anil Kapoor and Sunita Kapoor)

Anil Kapoor and Sunita Kapoor wedding

বলিপাড়ার এই তারকা অভিনেতা আর ক’দিন পরেই দাদু হবেন। কিন্তু তাঁকে দেখে সেই কথা বোঝা দায়। অনিল কাপুর যেন চিরতরুণ। তাঁর বয়সই হয় না। অনিল ১৯৮৪ সালে সফল মডেল সুনীতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বিয়ের পর থেকে এখনও পর্যন্ত তাঁর সঙ্গেই সুখে সংসার করছেন অভিনেতা।

মিঠুন চক্রবর্তী এবং যোগিতা বালি (Mithun Chakraborty and Yogeeta Bali)

Mithun Chakraborty and Yogeeta Bali wedding

বলিউড ইন্ডাস্ট্রির ‘ডিস্কো ড্যান্সার’ মিঠুন চক্রবর্তী অভিনেত্রী যোগিতা বালির সঙ্গে সাত পাক ঘুরেছেন। বলিউডের অন্যতম সুখী দম্পতিদের তালিকায় নাম রয়েছে  তাঁদের। ১৯৭৯ সালে যোগিতাকে বিয়ে করেন মিঠুন। এরপর থেকে স্ত্রী, সন্তানদের নিয়ে সুখে সংসার করছেন অভিনেতা।

ঋষি কাপুর এবং নীতু কাপুর (Rishi Kapoor and Neetu Kapoor)

Rishi Kapoor and Neetu Kapoor wedding

১৯৮০ সালে বলিউডের অন্যতম সেরা অভিনেতা ঋষি কাপুর অভিনেত্রী নীতু সিংয়ের সঙ্গে পরিণয় সূত্রে বাঁধা পড়েন। বিয়ের পর রুপোলি পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। স্বামী, সন্তান এবং শ্বশুরবাড়িকে নিয়ে সুখে সংসার করেছেন নীতু। তবে কয়েক বছর আগে ফের বিনোদন দুনিয়ায় কামব্যাক করেছেন অভিনেত্রী।

অনুপম খের এবং কিরণ খের (Anupam Kher and Kirron Kher)

Anupam Kher and Kirron Kher wedding

অনুপম খের এবং কিরণ খেরের প্রেমের কথা অনুরাগীদের অজানা নয়। ১৯৮৫ সালে গাঁটছড়া বাঁধেন দু’জনে। দুই তারকারই এটি দ্বিতীয় বিয়ে ছিল। তবে জানিয়ে রাখা প্রয়োজন, কিরণকে বিয়ে করার সঙ্গে অনুপম তাঁর ছেলে সিকন্দরকেও নিজের ছেলের মতো গ্রহণ করে নিয়েছিলেন।

জ্যাকি শ্রফ এবং আয়েশা শ্রফ (Jackie Shroff and Ayesha Shroff)

Jackie Shroff and Ayesh Shroff wedding

জ্যাকি শ্রফ এবং আয়েশার জুটি বলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটিগুলির মধ্যে একটি। অভিনেতা যখন প্রথম তাঁর সহধর্মিণীকে দেখেছিলেন, তখন তাঁর বয়স মাত্র ১৩ বছর। এরপর দু’জনের মধ্যে বেশ কয়েক বছর প্রেমপর্ব চলেছিল। শেষ পর্যন্ত ১৯৮৭ সালে গাঁটছড়া বাঁধেন দু’জনে।

সানি দেওল এবং পূজা দেওল (Sunny Deol and Pooja Deol)

Sunny Deol wedding

ধর্মেন্দ্র-পুত্র সানি বলিউডের পরিচিত মুখ হলেও তাঁর স্ত্রী পূজা লাইমলাইট থেকে দূরেই থাকেন। বলিপাড়ার এই দম্পতি তাঁদের বিয়েতে মিডিয়া, ক্যামেরাকে প্রবেশের অনুমতি দেয়নি। সেই কারণে এই ছবিটি ছাড়া তাঁদের বিয়ের আর কোনও ছবি দেখতে পাওয়া যায় না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥