‘বিবিধের মাঝে দেখা মিলনও মহান’! যুগ যুগ ধরে এই একতাই হয়ে উঠেছে আমাদের ভারতবাসীদের মূল শক্তি। আর এই একতাই হল সব ধর্মের সারকথা। তাই শুধু আমাদের দেশেই নয়, দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে ভারতীয় ধর্মের মহত্বের কথা। যার থেকে নিজেদের দূরে রাখতে পারেন না তাবড় হলিউড অভিনেতা অভিনেত্রীরাও।
হলিউডের এই অভিনেতা অভিনেত্রীরাই ভারতীয় ধর্ম সংস্কৃতির ওপর এতটাই আকৃষ্ট যে ভারতে আসার সুযোগ পেলেই অন্তত একবার হলেও ভারতীয় মন্দির গুলিতে ঈশ্বর দর্শনের জন্য পা রাখেন। আবার অনেকে ভারতীয় হিন্দু ধর্ম এতটাই ভালোবেসে ফেলেছেন যে তারা নিজে থেকেই সেই ধর্ম গ্রহণ করেছেন। রবার্ট ডাউনি জুনিয়র থেকে শুরু করে উইল স্মিথ তালিকায় রয়েছেন আরও একাধিক হলিউড স্টার। আজ বং ট্রেন্ডের পাতায় ভারতে এসে পুজো পাঠ করা হলিউড তারকাদের সম্পর্কে জানানো হল।
১) রবার্ট ডাউনি জুনিয়র (Robert Downey Jr)
এই তালিকায় প্রথমেই রয়েছেন বিশ্ববিখ্যাত হলিউড স্টার রবার্ট ডাউনি জুনিয়র। অনুরাগীদের কাছে তাঁর সম্পর্কে নতুন করে তার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। এমনিতে এই হলিউড স্টার বরাবরই ভগবান শ্রী কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। ভারতে আসলেই অন্তত একবার হলেও পবিত্র ইসকন ভগবানের দদর্শন করতে হাজির হয়ে থাকেন অভিনেতা।
২)উইল স্মিথ (Will Smith)
এরপরেই রয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেতা উইল স্মিথ। কিছুদিন আগেই অস্কার অ্যাওয়ার্ডে কমেডিয়ান ক্রিস রককে চড় মেরে শিরোনামে এসেছিলেন অভিনেতা। কিছুদিন আগেই ভারতে এসেছিলেন এই হলিউড অভিনেতা। সেসময় তিনিও ইসকন মন্দির পরিদর্শন করে গিয়েছেন। তবে এই প্রথম নয় ইতিপূর্বে ২০১৯ সালেও ভারতে এসেছিলেন অভিনেতা।
৩) জ্যাকি হাং (Jackie Hung)
বছর কয়েক আগেই ভারতে এসেছিলেন হলিউড স্টার জ্যাকি হাং। সেসময় তিনি উজ্জয়নের একটি মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন। মন্দির দর্শনের পর অভিনেতা বলেছিলেন তিনি সেখান অনেক ইতিবাচক অনুভূতি পেয়েছিলেন।
৪) ক্লডিয়া সিসলা (Claudia Ciesla)
তালিকায় রয়েছেন হলিউড অভিনেত্রী ক্লডিয়া সিসলা। ভারত ভ্রমণে এসে বেশ কয়েকবার তিনি অমৃতসরের স্বর্ণ মন্দির পরিদর্শন করেছেন। জানা যায় ক্লডিয়া যখনই মন্দিরে প্রবেশ করেন তাঁর হাতে গণেশের একটি ছোট মূর্তি থাকে।
৫) রাসেল ব্র্যান্ড (Russell Brand)
রাসেল ব্র্যান্ডের ভারতের প্রতি দুর্বলতার কথা অজানা নয় কারও কাছেই। জানা ভগবান শ্রীকৃষ্ণের ভীষণ ভক্ত তিনি। ২০১৩ সাল থেকেই এই কৌতুক অভিনেতার হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার বিষয়টি সকলের সামনে আসে। জানা যায় রাসেল অনেক কৃষ্ণলীলা সম্পর্কিত বই পড়েছেন। একসময় হলিউড গায়িকা কেটি পেরিকে করেছিলেন তিনি।
৬) কেটি পেরি (Katy Perry)
প্রসঙ্গত রাসেল একা নন গায়িকা কেটি পেরিও হিন্দু ধর্মের প্রতি বিশেষ ভাবে দুর্বল। হিন্দু রীতি মেনে তারা বিয়ে করলেও পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে ভারতে আসলেই বরাবরই তারা দুজনেই মন্দিরে যেতে পছন্দ করেন।
৭) জুলিয়া রবার্টস (Julia Roberts)
জনপ্রিয় একজন হলিউড অভিনেত্রী হলেন জুলিয়া রবার্টস। ২০১৪ সালে ভারতে এসেছিলেন তিনি। সেসময় দিল্লির একটি মন্দির পরিদর্শন করেছিলেন। পরবর্তীতে তিনি হিন্দু ধর্মও গ্রহণ করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর নবরাত্রির সময় তিনি উপোস করেন।