• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেওয়ররা কাত! ফের শাড়িতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ঝুমা বৌদি, নিমেষে ভাইরাল ছবি

হইচই ওটিটি প্ল্যাটফর্মের ‘দুপুর ঠাকুরপো’ সিরিজের নাম শুনলেই স্বস্তিকার পরেই যাঁর নাম মাথায় আসে আসে, তিনি হচ্ছেন অন্তরা সরকার ওরফে মোনালিসা। ভক্তদের মন জুগিয়ে চলতে ভালোই জানেন অভিনেত্রী। কখনো বিকিনি, কখনো শাড়ি, কখনো জিন্স টপ নিত্য নতুন পোশাকে প্রায়শই সোশ্যাল মিডিয়া কাঁপান ঝুমা বৌদি। শুধু বাংলা নয় ভোজপুরি, তামিল, ওড়িশা এইসব ভাষাতেই দর্শকদের মন কেড়েছেন মোনালিসা।

https://www.instagram.com/p/CF4NQAhFfDx/

আবেদনময়ী চাহনি আর, ফিগারের ট্রিগার চেপে সোশ্যাল মিডিয়ায় নানান অবতারে ধরা দেন মোনালিসা। এবার আর ওয়েস্টার্ন নয়, পাতি শাড়িতেই নেট জনতাকে কাবু করে দিয়েছেন অভিনেত্রী। গোলাপি স্লিভলেস ব্লাউজ, ফ্লোরাল প্রিন্টের শাড়ি আর কপালে ছোট্ট টিপ। বিভিন্ন পোজে ছবি তুলেছেন সুন্দরী। কোনো ছবিতে আঁচলের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে তার ক্লিভেজ, কখনো বা নজর কাড়ছে নাভি। ছবি পোস্ট করতেই ঝুমা বৌদির যৌবন ঝড়ে কুপোকাত নেটপাড়ার তরুণ তুর্কীরা।

https://www.instagram.com/p/CGEmQUYlsWD/?igshid=xyjgm5hwz2j5

এদিকে করোনাকালে স্বামী বিক্রান্ত সিংহ রাজপুতের সঙ্গেই গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছেন মোনালিসা। আর সেই সব ছবিই মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দিয়ে প্রায়শই দর্শক মনে উষ্ণতা ছড়াতে দেখা যায় বাঙালীর একান্ত আপন ঝুমা বৌদিকে। এদিকে এর আগেও প্রাত্যহিক রুটিনে থাকা শরীর চর্চা থেকে শুরু বিভিন্ন মহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা গেছে মোনালিসাকে। সেখানে শাড়ির পাশাপাশি একাধিকবার পশ্চিমি পোশাকেও দেখা মিলেছে তাঁর।

https://www.instagram.com/p/CF6dxRtFIC7/

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥