• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার ভারতের ঐতিহ্য দেখবে গোটা বিশ্ব! ‘মহাভারত’ নিয়ে বড়সড় ঘোষণা ‘RRR’ খ্যাত রাজামৌলীর

এই মুহূর্তে ভারতের সেরা পরিচালকদের (Director) মধ্যে একজন হলেন এস এস রাজামৌলী (SS Rajamouli)। তিনি যে কত আইকনিক ছবি তৈরি করেছেন তা গুনে শেষ করা যাবে না। ‘বাহুবলী’ থেকে শুরু করে ‘আরআরআর’- সকল ছবির নির্মাতা তিনি। একা হাতে তৈরি করেছেন জুনিয়র এনটিআর, প্রভাসদের মতো তারকাদের কেরিয়ার। এবার এই পরিচালকই ‘মহাভারত’ (Mahabharat) নিয়ে একটি বিরাট ঘোষণা করলেন।

রাজামৌলীর ‘আরআরআর’র রেশ এখনও দর্শকদের মন থেকে মুছে যায়নি। গোল্ডেন গ্লোব, অস্কার জিতে বিশ্ব দরবারে ভারতকে গর্বিত করেছে এই সিনেমা (Movie)। ‘আরআরআর’র ‘নাটু নাটু’ গানটি এই দুই পুরস্কার জিতে ভারতের নাম গোটা বিশ্বের সামনে উজ্জ্বল করেছে। ভারতের তো বটেই, বিদেশের একাধিক নামী তারকা রাজামৌলীর ছবির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

   

SS Rajamouli, SS Rajamouli on Mahabharat

দর্শকদের মন থেকে ‘আরআরআর’র রেশ কাটার আগেই এবার নিজের আগামী ছবি নিয়ে ভাবনাচিন্তা করতে শুরু করে দিয়েছেন রাজামৌলী। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, পরিচালকের আগামী সিনেমায় সাউথ সুপারস্টার মহেশ বাবুকে দেখা যাবে। সেই খবর আসার দিন কয়েকের মধ্যেই ফের একটি নতুন প্রোজেক্ট নিয়ে মুখ খুললেন ‘বাহুবলী’ পরিচালক।

রাজামৌলী জানিয়েছেন, এবার ‘মহাভারত’ নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করছেন। গত বেশ কয়েক বছর ধরেই রাজামৌলীর ‘মহাভারত’ তৈরির খবর শোনা যাচ্ছিল। তবে এবার এই বিষয়ে পরিচালক নিজের মুখ খুললেন। সেই সঙ্গেই জানালেন নিজের মনের কথা।

SS Rajamouli, SS Rajamouli Mahabharat, SS Rajamouli on Mahabharat

‘আরআরআর’ নির্মাতা বলেন, ‘মহাভারতের নির্মাণের জন্য প্রস্তুত হতেই আমার বছর খানেক লাগবে। এই দেশে মহাভারতের যত সংস্করণ পাওয়া যায়, আমি সবগুলো আগে ভালো করে পড়তে চাই। এখন আমি শুধু অনুমান করতে পারি যে একটি ১০টি ভাগে তৈরি একটি সিনেমা হতে চলেছে’।

স্বয়ং রাজামৌলীর মুখ থেকে ‘মহাভারত’ তৈরি নিয়ে এই কথা শোনার পর স্বাভাবিকভাবেই দর্শকমহলে উচ্ছ্বাস তৈরি হয়েছে। ‘বাহুবলী’ রিলিজের পর অনেকেই চেয়েছিলেন, পরিচালক কোনও মহাকাব্যের ওপর একটি ছবি নির্মাণ করুক। তবে এতদিন ধরে এই বিষয়ে কোনও কথা বলেননি ‘আরআরআর’ নির্মাতা। এবার রাজামৌলী নিজে ‘মহাভারত’ নিয়ে মুখ খোলায় স্বাভাবিকভাবেই আশায় বুক বাঁধছে দর্শকরা।

site