প্রকৃত অর্থেই সিনেমা হল সমাজের আয়না। তাই তো বাস্তব জীবনের নানা চরিত্র জীবন্ত হয়ে ফুটে ওঠে সিনেমার পর্দায়। তবে যুগের সাথে মিলিয়ে এখন আমূল বদল এসেছে সিনেমার যাত্রাপথে। এখনকার দিনে সিনেমা হিট করানোর দায়িত্ব শুধুমাত্র একজন হিরোর ওপরেই ন্যস্ত থাকে না। কারণ বর্তমান যুগে সিনেমার কোনো বিশেষ চরিত্র নয় সিনেমার বিষয়বস্তুই হল সিনেমার আসল নায়ক। আর প্রত্যেক সিনেমারই নেপথ্য নায়ক হলেন সেই সিনেমার পরিচালক।
আর এখন তো দেশের প্রথম সারির পরিচালকদের কথা উঠলে প্রথমেই আসে দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির নাম। এখন গোটা দেশের সিনেমাপ্রেমীদের কাছে রাজামৌলি শুধুমাত্র একটি নাম নয়, তিনি একটি ব্রান্ড। তাই সিনেমাপ্রেমীরা বরাবরই এই পরিচালকের পরবর্তী সিনেমা মুক্তির অপেক্ষায় হা পিত্যেস করে অপেক্ষায় থাকেন। তবে শুধু রাজামৌলি একা নন তিনি ছাড়াও ইন্ডাস্ট্রিতে এমন আরও কয়েকজন পরিচালক রয়েছেন যারা নিজেরাই নিজেদের সিনেমার আসল নায়ক।
১) এস এস রাজামৌলি (SS Rajamouli)
প্রসঙ্গত ২০১৫ সালে সাউথের সিনেমার রাজকীয় উত্থান ঘটিয়ে দেশ ব্যাপী মুক্তি পেয়েছিল এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা ‘বাহুবলী’। এটি ভারতের এমন একটি সিনেমা যা দেশব্যাপী ভাষা নিয়ে সমস্ত ব্যাবধান ঘুচিয়ে দিয়েছে। এই সিনেমার মুক্তির পর রাজমৌলি বুঝিয়ে দিয়েছিলেন উত্থান কাকে বলে। এই সিনেমার প্রধান হিরো প্রভাসের নামে সিনেমাটি যতটা জনপ্রিয় পরিচালক রাজামৌলির নামেও কোনো অংশে কম জনপ্রিয় নয়। প্রসঙ্গত রাজামৌলি এমন একজন পরিচালক যার সিনেমায় নায়ক প্রভাস হোক বা রামচরণ কিংবা জুনিয়র এনটিআর, তাতে কিছু যায় আসে না। তার চলচ্চিত্রের মূল ইউ এস পি তার নিজের শিল্প ভাবনা।
২) প্রশান্ত নীল (Prashanta Neel)
দক্ষিণী সিনেমার অপর একজন জনপ্রিয় পরিচালক হলেন ব্লকবাস্টার হিট সিনেমা ‘কেজিএফ’ খ্যাত প্রশান্ত নীল। ২০১৮ সালে ‘কেজিএফ চ্যাপ্টার ১’ এর বিরাট সাফল্যের পর সদ্য মুক্তি প্রাপ্ত ‘কেজিএফ চ্যাপ্টার ২’ বক্স অফিসে বিরাট সাফল্য পেয়েছে । প্রসঙ্গত আগামী বছরেই মুক্তি পেতে চলেছে প্রশান্ত পরিচালিত আসন্ন সিনেমা সালার । এই সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন প্রভাস। অল্প দিনের কেরিয়ারে ৩ টি সিনেমা পরিচালনা করলেও এখন থেকেই রাজামৌলির সাথে তুলনা চলছে তার।
৩) সুকুমার (Sukumar)
করোনা মহামারির গড়া কাটিয়ে গত বছরেই শেষেই বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছে দক্ষিণী পরিচালক সুকুমার পরিচালিত সিনেমা ‘পুষ্প: দ্য রাইজ’। মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল এই সিনেমাটি। পুষ্পার বিরাট সাফল্য পরিচালক সুকুমারকে দেশজোড়া খ্যাতি এনে দিয়েছে। ১৮০ কোটি বাজেটের এই ছবি থেকে প্রায় ৩৫০ কোটির রেকর্ড আয় হয়েছে।
৪) এআর মুরুগাদাস (A R Murugadas)
দক্ষিণী সিনেমা জগতে বিশেষ ভাবে পরিচিত, জনপ্রিয় একজন পরিচালক হলেন এ.আর. মুরুগাদাস। সুপারস্টার রজনীকান্ত এবং বিজয়ের মত নাম করা সব সুপারস্টারদের নিয়ে ছবি তৈরি করেন তিনি। তিনি একটি হিন্দি ছবিও পরিচালনা করেছেন। জানলে অবাক হবেন মুরুগাদাস পরিচালিত এই ছবির নাম গজিনি, এই ছবিতে মু্খ্য চরিত্রে ছিলেন বলিউড অভিনেতা আমির খান ।
৫) মণি রত্নম (Mani Ratnam)
খ্যাতনামা পরিচালক মণি রত্নমকে কে না চেনেন। তিনি ছুঁলেই সোনা হয়ে যায় যে কোনো সিনেমা। বরাবরই ফার্স্ট ক্লাস সিনেমা বানান মণি রত্নম। , ১৯৮৩ সালে তামিল ভাষায় তিনি তার প্রথম সিনেমা পরিচালনা করেছিলেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন অনিল কাপুর ও লক্ষ্মী। পরবর্তীতে ‘মৌনা রাগাম’ ছবি তাকে আসল পরিচিতি দেয়। এই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। হিন্দিতে তার প্রথম ছবি ‘দিল সে’।