• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রার্থনা শুনল ভগবান! মৃত্যুর মুখ থেকে ফিরলেন রাজু শ্রীবাস্তব, ১৫ দিন পর জ্ঞান এল কমেডিয়ানের

Published on:

Raju Srivastav,Raju Srivastav health update,bollywood,entertainment,রাজু শ্রীবাস্তব,রাজু শ্রীবাস্তব হেলথ আপডেট,বলিউড,বিনোদন

কৌতুকশিল্পী রাজি শ্রীবাস্তবকে (Raju Srivastav) নিয়ে এতদিন ধরে প্রচণ্ড উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন অনুরাগীরা। টানা দু’সপ্তাহ পর অবশেষে তাঁর স্বাস্থ্য নিয়ে বড় আপডেট (Health update) এল। দীর্ঘ ১৫ দিন পর জ্ঞান ফিরেছে জনপ্রিয় কমেডিয়ানের।

গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন রাজু। এই দু’সপ্তাহ অত্যন্ত সংকটজনক অবস্থার মধ্যে ছিলেন তিনি। মাঝে দিয়ে শোনা গিয়েছিল, তাঁর নাকি ব্রেন ডেথ হয়ে গিয়েছে। তবে অবশেষে সুখবর মিলেছে। রাজুর পরিবার, অনুরাগীদের প্রার্থনা শুনেছে ঈশ্বর। অবশেষে জ্ঞান (Senses) ফিরেছে কমেডিয়ানের।

Raju Srivastav

বলিপাড়ার এই জনপ্রিয় কমেডিয়ানের পরামর্শদাতা অজিত সাক্সেনা এই সুখবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮:১০ নাগাদ জ্ঞান ফিরেছে রাজুর। সকাল ৯ট নাগাদ চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছেন। কমেডিয়ানের জ্ঞান ফেরায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর পরিবার এবং অনুরাগীরা।

রাজুর সুস্থ হয়ে ওঠার সংবাদে তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা সুনীল পাল যথারীতি বেশ আনন্দিত হয়েছেন। অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, ‘সুখবর বন্ধুরা। রাজু ভাইয়ের জ্ঞান চলে এসেছে। ভগবানকে অশেষ ধন্যবাদ জানাই। যে প্রত্যেককে হাসায় তাঁকে কখনও ঈশ্বর রাগ করতে দিতে পারেন না। পরিবার, বন্ধু বান্ধব এবং সকল সংসারের যারা প্রার্থনা করেছে, প্রত্যেককে ভালোবাসা জানাচ্ছি। রাজু ভাই কামনা করি তুমি হাজার বছর বাঁচো’।

Raju Srivastav

দেশের এই জনপ্রিয় কমেডিয়ানের চিকিৎসকেরা জানিয়েছেন, রাজুর মাথার তিনটি শিরার মধ্যে একটি এখনও ব্লক হয়ে আছে। নিউরোফিজিওথেরাপির মাধ্যমে তাঁর চিকিৎসা করা হচ্ছে। সেরা চিকিৎসকেরা রাজুর দেখভাল করছেন। এর পাশাপাশি শোনা গিয়েছে, রাজির মানসিক চিকিৎসার জন্য ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর এবং শোয়ের নানান রেকর্ডিং শোনানো হচ্ছে।

গত ১০ আগস্ট রাজু হৃদরোগে আক্রান্ত হয়ে এইমসে ভর্তি হওয়ার পর তাঁর মেয়ে জানিয়েছিলেন, কমেডিয়ান একা একাই যাতায়াত করতেন। সেই কারণে জিমেও একাই যেতেন তিনি। সেখানেই শরীরচর্চা করার সময় ঘটেছিল দুর্ঘটনা। তবে এবার সব বিপদ কাটিয়ে রাজুর জ্ঞান ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥