• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌ-বাচ্চা আসতেই বদলেছে জীবন! নিজের অভিজ্ঞতা নিয়ে প্রথমবার মুখ খুললেন কপিল শর্মা, রইল ভিডিও

Published on:

Famous comedian Kapil Sharma talks about marriage, watch video

এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ানদের তালিকায় নিঃসন্দেহে নাম থাকবে কপিল শর্মার (Kapil Sharma)। শুধুমাত্র দেশেই নয়, এখন তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বিদেশেও। তাঁর সঞ্চালিত ‘দ্য কপিল শর্মা শো’য়ের (The Kapil Sharma Show) টিআরপিও আকাশছোঁয়া। তবে একজন ভালো কমেডিয়ান হওয়ার পাশাপাশি কপিল একজন খুব ভালো স্বামীও। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখার পর একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

দেশের নামী কমেডিয়ান কপিলের ব্যক্তিগত জীবন অনুরাগীদের অজানা নয়। ২০১৮ সালে দীর্ঘদিনের প্রেমিকা গিন্নি চত্রাথের সঙ্গে সাত পাক ঘোরেন তিনি। এখন তাঁদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। মা, স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে সুখের সংসার কপিলের।

Kapil Sharma wedding picture

এবার সেই কপিলই বিয়ে (Marriage) নিয়ে বেশ কিছু কথা বলেছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘দ্য কপিল শর্মা’ শোয়ের নতুন একটি প্রোমো। সেখানেই দেখা গিয়েছে, বিয়ে নিয়ে কথা বলছেন তিনি। স্বভাবসিদ্ধ মজার ভঙ্গিতেই এই কথাগুলি বলেছেন তিনি। আর তা মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়।

ভাইরাল হওয়া ভিডিওয় কপিলকে বলতে দেখা যাচ্ছে, ‘জীবনের সকল উন্নতি তখনই হয় যখন বিয়ে হয়’। এরপর অবিবাহিত ছেলেদের নিয়ে মজা করে তিনি বলেন, ‘অবিবাহিত লোকেরা তো চেয়ারে ততক্ষণ জামাকাপড় রাখে যতক্ষণ না সেটা বিন ব্যাগ হয়ে যাচ্ছে’।

Kapil Sharma with his kids

এরপর বিবাহিত এবং অবিবাহিত লোকেদের তুলনা করে কপিল বলেন, বিয়ের আগে এবং পরে একজন মানুষের বাইক চালানোর  ভঙ্গিতেও বদল চলে আসে। বিয়ের আগে রাজেশ খান্নার মতো বাইক চালান কিন্তু বিয়ের পর একেবারে সোজা হয়ে বসে পিছনে দুই সন্তান এবং স্ত্রী ও সামনে এক সন্তানকে বসিয়ে বাইক চালাতে হয়। কপিলের এই কথা শোনামাত্রই হাসিতে ফেটে পড়েন দর্শকরা।

প্রসঙ্গত, ‘দ্য কপিল শর্মা শো’ ছাড়া তাঁকে এরপর নন্দিতা দাস পরিচালিত সিনেমা ‘Zwigato’য় দেখা যাবে। সম্প্রতি এই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে। এই ছবিতে কপিলকে একজন ডেলিভারি বয়ের চরিত্রে দেখা যাবে। জানিয়ে রাখি, ‘Zwigato’র ট্রেলারও রিলিজ হয়ে গিয়েছে এবং সেটি দেখে দর্শকদের বেশ ভালোলেগেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥