• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চল্লিশ পেরিয়ে বয়সে ছোট হিন্দু ছেলেকে বিয়ে, আজ স্বামী ও ৩ সন্তান নিয়ে সুখী গৃহিণী ফারাহ খান

Published on:

Farah Khan Unknown Love story husband and 3 kids name

বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ফারাহ খান (Farah Khan)। তাঁর কোরিওগ্রাফিতে একাধিক বলি নায়িকাদের নাচ আজও দর্শকদের কাছে স্মরণীয়। তবে শুধুই কোরিওগ্রাফির জন্য বিখ্যাত নন ফারাহ খান, প্রযোজক ও পরিচালক হিসাবেও বেশ খ্যাতি রয়েছে তার। টিভির পর্দায় বিভিন্ন রিয়্যালিটি  শোয়ের মঞ্চে তাকে দেখা যায়। অনেকেই তাঁর পর্দার পেছনের জীবন অর্থাৎ ব্যক্তিগত  জীবন সম্পর্কে জানে আগ্রহী থাকেন।

আজ আপনাদের ফারাহ খানের ব্যক্তিগত জীবনের কাহিনী জানাবো। নিজের ব্যক্তিগত জীবনের কারণে একসময় শিরোনামে এসেছিলেন ফারাহ খান। তাঁর প্রেমকাহিনীও বেশ ইন্টারেস্টিং। আজ ফারাহ খানের প্রেমকাহিনী (Farah Khan Lovestory) তুলে ধরব আপনাদের সামনে। ফারাহ খান মুম্বাইতেই জন্মগ্রহণ করেছিলেন ৯ই জানুয়ারি ১৯৬৫ সালে। ৮ বছরের ছোট ব্যক্তির সাথে প্রথম দেখাতেই প্রেমের শুরু হয়েছিল ফারাহ খানের, আজ তারা স্বামী স্ত্রী।

Bollywood Gossip,Farah Khan,Sirish Kundar,Farah Khan Love Story,Bollywood Love Stories,ফারাহ খান,বলিউড গসিপ,ফারাহ খানের লোভে স্টোরি,Farah Khan married 8 year younger Sirish,Farah Khan 3 time married with same person

ফারাহ খানের স্বামীর নাম শিরীষ কুন্দর। একসময় পেশায় ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ছিলেন শিরীষ। তবে বছর চারেক কাজের পর মটোরোলা কোম্পানির কাজ ছেড়ে বলিউড ইন্ডাস্ট্রিতে আসেন শিরীষ। ২০০৪ সালে ফারাহ খান পরিচালিত বিখ্যাত ‘ম্যায় হুন না’ ছবির শুটিংয়ের সময়েই দেখা হয় দুজনের। প্রথম দেখাতেই ফারাহকে মন দিয়ে বসেন শিরীষ।

Farah Khan with husband and kids

প্রথম দেখার প্রেম থেকেই সোজা বিয়ে করে নেন শিরীষ ও ফারাহ। দুজনের ধর্ম ছিল একেবারেই আলাদা, ফারাহ মুসলিম ও শিরীষ হিন্দু। অন্যদিকে ফারাহ খানের থেকে বয়সে ৮ বছরের ছোট স্বামী শিরীষ। তবে সে সব বাধা হয়নি দুজনের বিয়ের মাঝে। আর মজার বিষয় হল একবার বা দুবার নয় মোট তিনবার বিয়ে করেছিলেন ফারাহ খান।

Bollywood Gossip,Farah Khan,Sirish Kundar,Farah Khan Love Story,Bollywood Love Stories,ফারাহ খান,বলিউড গসিপ,ফারাহ খানের লোভে স্টোরি,Farah Khan married 8 year younger Sirish,Farah Khan 3 time married with same person

প্রথমে তার দুজনে কোর্ট ম্যারেজ করেন। এরপর ফারাহর পরিবারের রীতি অনুযায়ী মুসলিম মতে বিয়ে করেন। শেষে ১০ই ডিসেম্বর ২০০৪ সালে শিরীষের পরিবারের তরফে হিন্দু রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। আর জানলে অবাক হবেন ফারাহ খানের হিন্দু বিয়েতে কন্যাদান করেছিলেন শাহরুখ খান ও গৌরী খান।

Bollywood Gossip,Farah Khan,Sirish Kundar,Farah Khan Love Story,Bollywood Love Stories,ফারাহ খান,বলিউড গসিপ,ফারাহ খানের লোভে স্টোরি,Farah Khan married 8 year younger Sirish,Farah Khan 3 time married with same person

বিয়ের পর তিন সান্তান হয়েছে ফারাহ ও শিরীষের। ২০০৮ সালে মুম্বাইয়ের জাসলোক হাসপাতালে IVF পদ্ধতির সাহায্যে মা হন। একসাথে তিন সন্তানের জন্ম দেন ফারাহ। যাদের নাম অন্যা কুন্দর, ডিভা কুন্দর ও জার কুন্দর। বর্তমানে এক দশকের বেশি সময় পেরিয়ে স্বামী ও তিন সন্তান নিয়ে সুখের সংসার করছেন ফারাহ খান। আজকালকার বলিউডের সম্পর্কের বিচ্ছেদের ভিড়ে তাদের সম্পর্ক কিন্তু দিব্যি এক ভালোবাসার বন্ধনের উদাহরণ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥