• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৯০ দশকের জাঁদরেল ভিলেন, দুর্দান্ত অভিনয়ে জিতেছিলেন দর্শকদের মন! রইল অভিনেতার জীবন কাহিনী

যে কোনও সিনেমায় একজন নায়কের মতোই গুরুত্বপূর্ণ হলেন একজন ভিলেন (Bollywood Villain)। সে যদি হিরোর সঙ্গে টেক্কা দিয়ে লড়তেই না পারে, তাহলে দর্শকদের একেবারেই ছবিটি দেখে মজা আসে না। বিশেষ করে বলিউডে আশি নব্বইয়ের দশকে এমন বহু ভিলেনকে দেখেছেন দর্শকরা, যাঁদের অভিনয় এখনও মনে গেঁথে রয়েছে। সেই তালিকায় নাম রয়েছে শক্তি কাপুর, ড্যানি ডেনজোংপা, প্রেম চোপড়ার মতো অভিনেতাদের।

ভিলেনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করা এমনই একজন হলেন সদাশিব (Sadashiv Amrapurkar)। বলিউডের ইতিহাসের বহু ছবিতে হাড়কাঁপানো ভিলেনের চরিত্রে অভিনয় করা সেই সদাশিব এখন কেমন আছেন জানেন? আজকের প্রতিবেদনে সেই খবরই দেওয়া হল।

   

Sadashiv

১৯৫০ সালে ১১ মে পুণের আহমেদনগরে জন্ম সদাশিবের। ছোট বেলা থেকেই ছিল অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসা। বড় হয়ে পুণে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পড়াশোনা সম্পূর্ণ করে অভিনেতা হওয়ার লক্ষ্যে থিয়েটারের সঙ্গে যুক্ত হন তিনি।

বলিউডে পা রাখেন ১৯৮৩ সালে। ‘অর্ধ সত্য’ ছবির মাধ্যমে ডেবিউ হয়েছিল সদাশিবের। প্রথম ছবিতেই নিজের অভিনয়ের মাধ্যমে সেরা সহ অভিনেতা বিভাগে ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি। এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি।

Sadashiv

‘অর্ধ সত্য’র পর সদাশিব সঞ্জয় দত্ত অভিনীত সুপারহিট ছবি ‘সড়ক’এ অভিনয় করেন। সেখানে তাঁর অভিনয়ের জন্য ফের ফিল্ম ফেয়ার পুরস্কার পান অভিনেতা। এবার অবশ্য সেরা খলনায়ক বিভাগে। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘আঁখে’তে সদাশিব অভিনীত ইন্সপেক্টর প্যায়ারে মোহন চরিত্রটি তো এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে।

এরপর ‘হাম হ্যায় কামাল কে’ ছবিতে ইন্সপেক্টর গোডবোলে’র চরিত্রে অভিনয় করার পর বলিউডে নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করে ফেলেন সদাশিব। নিজের কেরিয়ারে ২৫ টিরও বেশি ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে একটি আলাদা স্থান অর্জন করে নিয়েছিলেন অভিনেতা।

Sadashiv as police

তবে শুধুমাত্র খলনায়কই নন, হাসির চরিত্রেও অভিনয় করেছেন সদাশিব। হিন্দির পাশাপাশি বাংলা, মারাঠি, তেলেগু-সহ বহু আঞ্চলিক ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করেছেন অভিনেতা। নিজের কেরিয়ারে ৩০০ রও বেশি ছবিতে অভিনয় করা সদাশিবকে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বম্বে টকিজ’এ দেখা গিয়েছিল।

Sadashiv death

বলিউডের অন্যতম সেরা ভিলেনের তকমা আদায় করা সদাশিব ২০১৪ সালের ৩ নভেম্বর প্রয়াত হয়েছেন। তবে এখনও নিজের অভিনয়ের মাধ্যমে কোটি কোটি দর্শকদের মনে বেঁচে রয়েছেন তিনি।