বলিউডের জন্য এমনিতেই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না! এর মধ্যে আরও দুশ্চিন্তা বাড়িয়েছে ‘বয়কট বলিউড’ (Boycott Bollywood) ট্রেন্ড। ছবি রিলিজের আগেই উঠছে বয়কটের ডাক। যা নিয়ে বেজায় চিন্তায় পড়েছে কলাকুশলী থেকে শুরু করে নির্মাতা প্রত্যেকে। সাম্প্রতিক অতীতে যেমন শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের আসন্ন সিনেমা ‘পাঠান’ বয়কটের ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এবার এই বয়কট ট্রেন্ড নিয়ে মুখ খুললেন বি টাউনের নামী গায়ক সোনু নিগম (Sonu Nigam)।
সম্প্রতি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুম্বই সফরে গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে বলিউডের একাধিক নামী তারকারা দেখা করেন। সেই লিস্টে নাম ছিল সোনুরও। সেখানে যোগী আদিত্যনাথের সঙ্গে ‘বয়কট বলিউড’ ট্রেন্ড নিয়ে কথা বলেন তিনি।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মুম্বই গিয়েছিলেন উত্তর প্রদেশ ফিল্ম সিটির প্রচার করতে। সেই রাজ্য যে শ্যুটিংয়ের জন্য অনুকূল সেকথারই প্রচার করতে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর সঙ্গে দেখা করে সুনীল শেট্টি, সোনু নিগমের মতো তারকারা ‘বয়কট বলিউড’ ট্রেন্ড নিয়ে মুখ খোলেন।
এরপর এক সাক্ষাৎকারেও ‘বয়কট বলিউড’ নিয়ে মুখ খোলেন গায়ক। সোনু বলেন, ‘আমি ফালতু লোকেদের কেন নিজের কথা বলব? আমি সেই মানুষদের সঙ্গে কেন কথা বলব যারা বুঝবেনই না আমি কী বলতে চাই। প্রত্যেকের নিজের মাথা নীচু করে রেখ এগিয়ে যাওয়া উচিত। তারকা এবং নেটিজেন প্রত্যেকের এই কাজ করা উচিত’।
সাম্প্রতিক অতীতে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ-দীপিকার আসন্ন ছবি ‘পাঠান’ বয়কটের ডাক উঠেছে। সেই প্রসঙ্গেও জিজ্ঞেস করা হয় গায়ককে। যদিও সেই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। সযত্নে সেই বিষয়টিকে এড়িয়ে যান সোনু।
সবশেষে উত্তর প্রদেশ ফিল্ম সিটির বিষয়ে কথা বলতে গিয়ে সোনু বলেন, ‘আমার পরিবার উত্তর প্রদেশের। এখন সেটি শান্তিপূর্ণ এবং সুরক্ষিত একটি জায়গা। এটা খুবই খুশির খবর যে সেখানে একটি ফিল্ম সিটি তৈরি হচ্ছে। তবে মুম্বই সবার মা। মুম্বই সবাইকে ওয়ার্ক কালচার শেখায়, সংঘর্ষ করা শেখায়। উত্তর প্রদেশে ফিল্ম সিটি তৈরি হলেও মহারাষ্ট্রে কোনও প্রভাব পড়বে না’।