• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এরা অভিনেতা না, সাবান-তেল বিক্রেতা! এই প্রজন্মের বলিউড অভিনেতাদের ধুয়ে দিলেন পরিচালক সুভাষ ঘাই

Published on:

Famous Bollywood director Subhash Ghai takes a dig at today’s Bollywood actor

এখনকার বলিউড (Bollywood) অভিনেতাদের ওপর বেশ চটে রয়েছেন বলিউডের নামী পরিচালক সুভাষ ঘাই (Subhash Ghai)। সম্প্রতি তাঁদের ‘সাবান তেল বিক্রেতা’ বলে কটাক্ষ করতেও দ্বিধা বোধ করেননি তিনি। এই প্রজন্মের বলিউড অভিনেতাদের (Bollywood actors) শুধু কটাক্ষ করেই থামেননি সুভাষ, তাঁদের প্রতি নিজের হতাশাও ব্যক্ত করেছেন।

বলিউডের ইতিহাসের একাধিক সুপারহিট ছবির পরিচালনা করেছেন সুভাষ। তাঁর ঝুলিতে রয়েছে ‘রাম লখন’, ‘পরদেশ’, ‘তাল’এর মতো কালজয়ী সব সিনেমা। কাজ করেছেন ইন্ডাস্ট্রির বহু সুপারস্টারের সঙ্গে। সম্প্রতি সেই বর্ষীয়ান পরিচালকই ইন্ডাস্ট্রির এই প্রজন্মের অভিনেতাদের প্রতি নিজের হতাশা ব্যক্ত করেছেন।

Subhash Ghai

একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় সুভাষকে জিজ্ঞেস করা হয়েছিল এই প্রজন্মের অভিনেতারা কি পরিচালকদের সম্মান করেন? জবাবের শুরুতেই প্রথমে ইন্ডাস্ট্রির তিন ‘খান অভিনেতা’ শাহরুখ, সলমন এবং আমিরের ভূয়সী প্রশংসা করেন সুভাষ। এরপরই এই প্রজন্মের অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্যটি করেন।

শাহরুখ, সলমন, আমিরের তারিফ করে সুভাষ প্রথমে বলেন, ‘নব্বইয়ের দশকেও কিন্তু ওঁরা ভালো ছবির গুরুত্ব ঠিক বুঝতেন। ওঁরা এটা ভালো করে বুঝতেন যে ভালো ছবি যদি তৈরি হয়, তাহলে টাকা ঠিক আসবে’। কিন্তু সুভাষের মতে, এখনকার অভিনেতারা আগে ছবি নয়, বরং টাকার কথা চিন্তা করে।

Shah Rukh Khan Salman Khan and Aamir Khan

সুভাষের কথায়, ‘এখনকার তরুণ প্রজন্মের অভিনেতারা আগে টাকার কথা ভাবে। ওঁরা নিজেদের ব্র্যান্ডিং করতেই ব্যস্ত থাকে। ছবির শ্যুটিং বাদে ওঁরা যা করে তা দেখে ওঁদের সাবান-তেল বিক্রেতা মনে হয়। টানা দু’রাত না ঘুমিয়ে শ্যুটিং করার কথা এখন ভাবাই যায় না। এখনকার অভিনেতারা যদি প্রস্তাব পায় তাহলে ছবির শ্যুটিং ফেলে রেখে আগে বিজ্ঞাপনের শ্যুটিং করতে চলে যাবে’।

প্রসঙ্গত, বলিউডের এই নামী পরিচালক গত ৮ বছর ধরে কোনও ছবি পরিচালনা করেননি। সুভাষ ঘাই পরিচালিত শেষ ছবি ‘কাঞ্চিঃ দ্য আনব্রেকেবল’। যদিও ছবির পরিচালনা না করলেও সুভাষ বেশ কিছু ছবি প্রযোজনা করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥