• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসময় রোম্যান্স করেছেন বিশ্বসুন্দরী সাথে, ঐশ্বর্য আজও সুন্দরী থাকলেও বয়সকালে এই হাল অভিনেতার!

Updated on:

How bollywood actor Chandrachur SIngh look now after becaming old

বলিউডে (Bollywood) এমন বহু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যারা নিজেদের ডেবিউ ছবিতে নজর কেড়েছিলেন। কিন্তু তারপর আর সেভাবে কাজ না পেয়ে হারিয়ে গিয়েছেন। এমনই একজন অভিনেতা হলেন চন্দ্রচূড় সিং (Chandrachur Singh)। বলিউডের এই নামী অভিনেতা একসময় বহু সুপারহিট ছবিতে কাজ করেছিলেন। কিন্তু এখন তাঁকেই সামনে থেকে দেখলে চেনা দায়।

৫৩ বছরের চন্দ্রচূড় ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাচিস’এর মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। প্রথম ছবির জন্যই ‘ফিল্মফেয়ার বেস্ট ডেবিউ’ পুরস্কার পেয়েছিলেন তিনি। প্রথম ছবির মাধ্যমেই রাতারাতি স্টার হয়ে গিয়েছিলেন তিনি।

Chandrachur Singh

‘মাচিস’এর পর চন্দ্রচূড়ের কাছে একের পর এক সিনেমার লাইন পড়ে যায়। নিজের কেরিয়ারে ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে তাব্বু- বহু সুন্দরী অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। বিশেষত, ‘জোশ’ সিনেমায় অ্যাশের সঙ্গে অভিনেতার রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।

Chandrachur Singh and Aishwarya Rai

‘জোশ’ ছাড়াও চন্দ্রচূড় নিজের কেরিয়ারে একাধিক সুপারহিট সিনেমায় কাজ করেছেন। অভিনেতার ঝুলিতে রয়েছে ‘দাগ দ্য ফায়ার’, ‘আমদানি আঠঠানি খরচা রুপাইয়া’, ‘জিলা গাজিয়াবাদ’-সহ একাধিক সুপারহিট ছবি রয়েছে। তবে এখন সেই চন্দ্রচূড়কেই এক ঝলক দেখলে চেনা দায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতার এখনকার লুকের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। তাঁদের একাংশের মতে, ঐশ্বর্যের সঙ্গে একসময় রোম্যান্স করা অভিনেতা তো এখন প্রায় ‘বুড়ো’ হয়ে গিয়েছেন। অবশ্য অনেকে আবার, সেকথা মানতে নারাজ।

Chandrachur Singh latest photo

চন্দ্রচূড়ের কাজের দিক থেকে বলা হলে, প্রায় ৫ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর সম্প্রতি অক্ষয় কুমার অভিনীত ‘কাটপুতলি’ ছবির মাধ্যমে ফের কামব্যাক করেছেন তিনি। এই ছবিতে অক্ষয়, চন্দ্রচূড় ছাড়াও অভিনয় করেছেন রাকুল প্রীত সিং, সরগুন মেহতার মতো শিল্পীরা। এছাড়াও সুস্মিতা সেন অভিনীত ব্লকবাস্টার সিরিজ ‘আরিয়া’তেও দেখা গিয়েছিল তাঁকে। ‘আরিয়া’র স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেখানে সুস্মিতা এবং চন্দ্রচূড়ে রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥