• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বন্ধুত্ব গড়িয়েছে প্রেমে! ‘কাছের মানুষ’এর সঙ্গে দীপাবলি উদযাপন করলেন ‘গাঁটছড়া’র খড়ি, রইল ছবি

Published on:

Famous Bengali serial Gaatchora actress Solanki Roy celebrated her Diwali with rumoured boyfriend

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। কাজ করেছেন বহু জনপ্রিয় ধারাবাহিকে। এই মুহূর্তে স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকের (Bengali serial) খড়ির চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। এবার সেই জনপ্রিয় টেলি অভিনেত্রী আরও একবার নিজের ব্যক্তিগত জীবনের সৌজন্যে নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে এসেছেন।

সোমবার সারা দেশ জুড়ে দীপাবলি উদযাপিত হয়েছে। প্রত্যেকে নিজেদের ‘কাছের মানুষ’দের সঙ্গে আলোর উৎসব উদযাপনে মেতেছিলেন। ব্যতিক্রম নন টলিউডের তারকারাও। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, প্রত্যেকে নিজেদের মতো করে দীপাবলি উদযাপন করেছেন। সেই তালিকায় নাম রয়েছে খড়ি অভিনেত্রী শোলাঙ্কিরও।

Solanki Roy shares her Panchami look on social media

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে শোলাঙ্কির চর্চিত প্রেমিকের সঙ্গে দীপাবলি সেলিব্রেশনের ছবি দেখা গিয়েছে। যদিও তাঁরা একা নন, তাঁদের সঙ্গে ছিলেন বন্ধুবান্ধব এবং অন্যান্য কাছের মানুষেরাও। তবে সবার মাঝে নজর কেড়েছেন শোলাঙ্কি এবং তাঁর চর্চিত প্রেমিক। জনপ্রিয় টেলি অভিনেত্রীর চর্চিত প্রেমিক কে জানেন?

শোলাঙ্কির সঙ্গে যার প্রেমের খবর টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, তিনি হলেন জনপ্রিয় অভিনেতা সোহম মজুমদার (Soham Majumdar)। শোনা যায়, তাঁদের বন্ধুত্ব গড়িয়েছে প্রেমের দিকে। যদিও এই বিষয়ে শোলাঙ্কি কিংবা সোহম কেউই কোনোদিন মুখ খোলেননি।

Solanki Roy and Soham Majumdar

একসঙ্গে দু’জনকে ক্যামেরাবন্দি হতেও খুব কমই দেখা যায়। তবে আলোর উৎসবের দিন কি আর এতকিছু ভাবলে চলে? তাই নিজেদের দিওয়ালি সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন ছোট পর্দার খড়ি। আর তাঁরা একসঙ্গে ঠিক কতখানি আনন্দ করেছেন তা তাঁদের মুখের হাসি দেখেই বেশ বোঝা যাচ্ছে।

Solanki Roy and Soham Majumdar Diwali celebration

প্রসঙ্গত, শোলাঙ্কি ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি কাজ করেছেন বড় পর্দাতেও। অপরদিকে সোহমও বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। সেই লিস্টে নাম রয়েছে শাহিদ কাপুর অভিনীত ‘কবীর সিং’, ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র মতো সিনেমার। জানিয়ে রাখি, প্রায় প্রত্যেকটি ছবিতেই প্রশংসিত হয়েছে সোহমের অভিনয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥