• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ভারতের পা চাটিনি, বরং ভারতবাসী আমার পা ধুয়ে পানি খাইসে’, ফের বেফাঁস মন্তব্য ‘বেইমান’ নোবেলের

ভারতের হাত ধরেই সাফল্য পেয়েছেন। এই দেশের জনপ্রিয় এক রিয়্যালিটি শোয়ের হাত ধরেই আজ এত খ্যাতি, যশ, অর্থ কামাচ্ছেন ওপার বাংলার নামী সঙ্গীতশিল্পী (Bangladeshi singer) মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble)। কিন্তু এখন সেই দেশকেই বারংবার অপমান করছেন তিনি। ভালোবাসার পরিবর্তে ফিরিয়ে দিচ্ছেন একরাশ ঘৃণা।

সঙ্গীত প্রতিভার দৌলতে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’য় যোগ্য সম্মান, মর্যাদা পেয়েছেন নোবেল। এদেশের দর্শকদের মধ্যে তাঁর ক্রেজ ছিল দেখার মতো। কিন্তু এবার সেই দেশের বিরুদ্ধেই কুরুচিকর ভাষা প্রয়োগ করে চরম বিতর্কে জড়ালেন গায়ক।

   

Mainul Ahsan Noble

‘সা রে গা মা পা’ শেষ হওয়ার পর নিজের দেশে ফেরার পর থেকেই নোবেলের নাম জড়াতে থাকে একাধিক বিতর্কে। বহুবার বিতর্কিত মন্তব্য করে নেটিজেনদের তোপের মুখেও পড়েছেন গায়ক। তবে এবার যেন সব মাত্রা ছাড়িয়ে গেলেন।

অস্ট্রেলিয়ায় চলতে থাকা টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন নোবেল। তাঁর দেশ রোহিত শর্মার দলের কাছে ৫ রানে পরাজিত হওয়ার বিষয়টি একেবারেই মেনে নিতে পারেননি তিনি। বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসিকে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ বলে খোঁচা দেওয়া থেকে শুরু করে এদেশকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, নোবেল বাদ রাখেননি কিছুই।

Mainul Ahsan Noble

নোবেলের সেই পোস্ট দেখার পর নেটিজেনদের একটি বৃহৎ অংশ নোবেলকে একহাত নেন। তবে থেমে থাকার পাত্র তিনি নন। এবার ব্যঙ্গের সুরে ভারতকে একহাত নিয়ে নোবেল সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ভাই দেখ! আমি কোনো ভারত-টারতের পা চাটি নাই। বরং ভারতবাসী আমার পা ধুয়ে পানি খাইসে। টানা ১১ মাস’।

Mainul Ahsan Noble abused India

এই পোস্ট করা মাত্রই তুমুল কটাক্ষের শিকার হন নোবেল। সঙ্গে সঙ্গে বিতর্কিত পোস্টটি মুছে দিলেও স্ক্রিনশট আগুনের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তা দেখেই ‘বেইমান’ নোবেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন নেটিজেনরা। পাশাপাশি ওপার বাংলার গায়ককে যাতে আর এদেশে ঢুকতে না দেওয়া হয় সেটি নিশ্চিত করার দাবিও উঠেছে।

site