• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের আগেই হয়েছে হানিমুন! 5G স্পিডে প্রেগন্যান্ট হয়ে রেকর্ড গড়েছেন বলিউডের এই ৬ অভিনেত্রী

Published on:

Actress who got pregnent very quickly after getting married

বিনোদন ইন্ডাস্ট্রি জুড়ে এখন যেন খালি সুখবরের মরসুম। কোনও তারকা বিয়ের পিঁড়িতে বসছেন, আবার কোনও তারকা সন্তানের জন্ম দিচ্ছেন। সম্প্রতি যেমন মা হয়েছেন দক্ষিণের নামী অভিনেত্রী নয়নতারা। বিয়ের ৪ মাসের মাথাতেই সন্তানের জন্ম দিয়ে কম ট্রোল হননি তিনি। আজকের প্রতিবেদনে বিনোদন ইন্ডাস্ট্রির এমনই ৬ নায়িকার (Famous actress) নাম তুলে ধরব যারা বিয়ের পর একেবারে 5G স্পিডে গর্ভবতী (Pregnant) হয়ে রেকর্ড গড়েছেন।

আলিয়া ভাট (Alia Bhatt)- চলতি বছরের এপ্রিল মাসে গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বিয়ের মাস দুয়েকের মধ্যেই প্রেগন্যান্সির সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। অক্টোবর মাসে সাধও খেয়েছেন বলি সুন্দরী। আর কিছু সময় পরেই কাপুর পরিবারে চলে আসবে খুদে সদস্য।

Alia Bhatt baby bump

নয়নতারা (Nayanthara)- গত জুন মাসে বিঘ্নেশ শিবানের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন দক্ষিণী সুন্দরী নয়নতারা। তাঁদের বিয়েতে বসেছিল চাঁদের হাট। সাউথের তো বটেই, তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খানও। দিন কয়েক আগে নয়নতারা জানান, যমজ পুত্রের মা হয়েছেন তিনি। গুঞ্জন শোনা যাচ্ছে, সারোগেসির মাধ্যমে মা হয়েছেন দক্ষিণী সুন্দরী।

Nayanthara

নেহা ধুপিয়া (Neha Dhupia)- ২০১৮ সালে বলিউডের নামী অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে সাত পাক ঘোরেন নেহা। সেই বছরেরই সেপ্টেম্বর মাসে প্রথম সন্তানের জন্ম দেন বলি সুন্দরী। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়ে গিয়েছিলেন নেহা। সেই জন্যই তড়িঘড়ি বিয়ে করে নেন দু’জনে।

Neha Dhupia with daughter Mehr

দিয়া মির্জা (Diya Mirza)- ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ের নামী ব্যবসায়ী এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক বৈভব রেখির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন দিয়া। বিয়ের ৩ মাসের মধ্যেই পুত্রের জন্ম দেন বলি সুন্দরী। একথা শুনে বেশ অবাকই হয়ে গিয়েছিলেন সকলে।

Diya Mirza with son

পূজা ব্যানার্জি (Puja Banerjee)- ২০২০ সালে জনপ্রিয় টেলি অভিনেতা কুণাল ভার্মার সঙ্গে সাত পাক ঘোরেন বঙ্গ তনয়া পূজা। লকডাউনের মধ্যেই তড়িঘড়ি বিয়ে সেরেছিলেন দু’জনে। বিয়ের পর অভিনয় থেকে কিছু সময়ের জন্য বিরতিও নেন পূজা। এরপরই জানা যায়, অভিনেত্রী প্রেগন্যান্ট। সেই বছরের অক্টোবর মাসে ছেলের জন্ম দেন নায়িকা।

Puja Banerjee with son

মীরা রাজপুত (Mira Rajput)- তালিকার শেষ নামটি কোনও নায়িকার নয়, বরং নামী অভিনেতা শাহিদ কাপুরের স্ত্রী মীরার। ২০১৫ সালে মীরার সঙ্গে সাত পাক ঘুরেছিলেন পঙ্কজ কাপুরের পুত্র।

Mira Rajput with Misha

এক বছর হতে না হতেই শাহিদ-মীরার প্রথম সন্তানের জন্ম হয়। তারকাজুটি তাঁদের মেয়ের নাম রেখেছিলেন মিশা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥