• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খলনায়িকার চরিত্রেও জিতেছেন দর্শকদের মন! আবারও পর্দায় ফিরছেন ‘রানী মণিমল্লিকা’ সুদীপ্তা

Published on:

Sudipta Banerjee comeback in Sohag Jol Serial

বাংলা টেলিভিশনে এখন যেন নতুন ধারাবাহিকের (Bengali serial) মরসুম চলছে। একের পর এক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। আর কপাল পুড়ছে পুরনো সব জনপ্রিয় ধারাবাহিকের। কিছু কিছু ক্ষেত্রে তো দেখা যাচ্ছে, শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়ালগুলি। ‘বৌমা একঘর’এর পর এখন শোনা যাচ্ছে শুরু হওয়ার তিন মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে ‘মাধবীলতা’ও। তবে একদিকে যেমন খারাপ খবর রয়েছে, তেমনই আর একদিকে সুখবরও কিন্তু আছে।

নতুন ধারাবাহিক শুরু হওয়ার ফলে বহু জনপ্রিয় টেলি অভিনেতা-অভিনেত্রী ফের কামব্যাক করছেন। সম্প্রতি যেমন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের হাত ধরে ফের পর্দায় ফিরেছেন পল্লবী শর্মা, রুবেল দাস। আবার ‘সোহাগ জল’এর  (Sohag Jol) হাত ধরে কামব্যাক করেছেন শ্বেতা ভট্টাচার্য, হানি বাফনা।

Neem Phooler Modhu Sohag Jol, Neem Phooler Modhu, Sohag Jol

অবশ্য শুধু এই তারকারাই নন, আরও এক জনপ্রিয় টেলি অভিনেত্রী কিন্তু জি বাংলায় নিজের নতুন ধারাবাহিক নিয়ে হাজির হয়েছেন। তিনি হলেন সুদীপ্তা ব্যানার্জি (Sudipta Banerjee)। বা বলা ভালো ‘রানী মণিমল্লিকা’। ‘সাত ভাই চম্পা’য় এই চরিত্রে অভিনয় করার পর থেকে সুদীপ্তাকে এই নামেই চেনেন বেশিরভাগ দর্শকরা।

বাংলা টেলিভিশনের অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন সুদীপ্তা। অভিনয় করেছেন বহু জনপ্রিয় ধারাবাহিকে। তবে বেশিরভাগ সিরিয়ালে খলনায়িকার চরিত্রেই দেখা গিয়েছে তাঁকে। তবে খলচরিত্র হলেও দর্শকদের মন জয় করেছেন তিনি।

Sudipta Banerjee

সুদীপ্তার ঝুলিতে রয়েছে ‘চোখের তারা তুই’, ‘সাত ভাই চম্পা’, ‘জলনূপুর’, ‘উমা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘গ্রামের রানী বীণাপাণি’ মতো বহু সিরিয়াল। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘চোখের তারা তুই’এর মধুশ্রী এবং ‘সাত ভাই চম্পা’র রানী মণিমল্লিকার ভূমিকায় অভিনয় করে।

Sudipta Banerjee in Sohag Jol

সাম্প্রতিক অতীতে সুদীপ্তাকে সান বাংলার ‘সুনেত্রা’ ধারাবাহিকে দেখেছেন দর্শকরা। এবার ফের জি বাংলার ফিরে এসেছেন অভিনেত্রী। শ্বেতা-হানির নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’এ নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন তিনি। গতকালের পর্বে তাঁকে আচমকা দেখে চমকে গিয়েছেন দর্শকরা। প্রসঙ্গত, ‘গ্রামের রানী বীণাপাণি’র পর ফের অভিনেতা হানি বাফনার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥