• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিষ্টি এই মেয়েই এখন ১০০০ কোটির নায়িকা! কাঁপাচ্ছেন সাউথ থেকে বলিউড, চিনতে পারছেন? রইল পরিচয়

Published on:

Famous actress Rashmika Mandanna’s childhood picture goes viral

সিনেপ্রেমী মানুষরা সবসময়ই তাঁদের প্রিয় তারকার (Celebs) এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন। তারকাদের কাজের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহ কিন্তু একেবারেই কম নয়। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে তারকারা যেন তাঁদের অনুরাগীদের আরও হাতের নাগালে চলে এসেছে। মাঝেমধ্যেই তাঁদের নানান মুহূর্তের ছবি, ভিডিও ভাইরাল হতেই থাকে।

সম্প্রতি যেমন সাউথ, বলিউড কাঁপিয়ে চলা এক মিষ্টি নায়িকার ছেলেবেলার ছবি (Childhood picture) সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেখানে তাঁর কিউটনেসে নেটিজেনদের একাংশ মজলেও, অনেকে কিন্তু নিজের প্রিয় নায়িকাকেই চিনতে পারেননি। আপনি দেখুন তো চিনতে পারছেন কিনা?

Rashmika Mandanna childhood picture

নেটপাড়ায় ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, সাদা রঙের একটি ফ্রক পরে দাঁড়িয়ে রয়েছে একটি ছোট্ট মেয়ে। তাঁর দু’হাতে রয়েছে চুড়ি, কপালে টিপ। ক্যামেরার দিকে তাকিয়ে নয়, বরং অন্যদিকে তাকিয়ে স্মিত হাসি হাসছে সে। মিষ্টি দেখতে এই মেয়ে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন বক্স অফিসে ঝড় তোলা একটি সিনেমায়। আদায় করে নিয়েছেন ‘১০০০ কোটির নায়িকা’ তকমাও। চিনতে পারলেন?

Rashmika Mandanna childhood pictures

যদি উত্তরটি হ্যাঁ হয়, তাহলে তো সত্যিই আপনি তাঁর নম্বর ওয়ান ফ্যান। কিন্তু উত্তরটি যদি না হয়, তাহলে এই প্রতিবেদনেই তুলে ধরা হল সেই নায়িকার পরিচয়। সাদা জামা পরে দাঁড়িয়ে থাকা সেই মিষ্টি মেয়েটি আর কেউ নন, বরং ‘পুষ্পা’ অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)।

Rashmika Mandanna

হ্যাঁ, ঠিকই দেখছেন। সাউথের নামী স্টার রশ্মিকার ছেলেবেলার ছবি এটি। মাঝেমধ্যেই নিজের ছোটবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন রশ্মিকা। সেখান থেকেই তাঁর ছেলেবেলার নানান ছবি ভাইরাল হয়ে থাকে।

Rashmika Mandanna

রশ্মিকার কেরিয়ারের দিক থেকে বলা হলে, তিনি মূলত একজন কন্নড় অভিনেত্রী। তবে তামিল এবং তেলেগু ইন্ডাস্ট্রিতেও কাজ করে ফেলেছেন নায়িকা। ‘কিরিক পার্টি’ ছবি দিয়ে ডেবিউ করা নায়িকা ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন বেশ কয়েকটি সুপারহিট ছবিতে। রশ্মিকার ঝুলিতে রয়েছে ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা’র মতো বেশ কিছু ব্লকবাস্টার সিনেমা। এছাড়াও শীঘ্রই বলিউডেও পা রাখতে চলেছেন তিনি। রশ্মিকার ঝুলিতে রয়েছে ‘গুড বাই’, ‘মিশন মজনু’র মতো বেশ কিছু আকর্ষণীয় বলিউড প্রোজেক্ট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥