• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্রমশ জনপ্রিয় হচ্ছে ওয়েব সিরিজ, আর ওটিটি প্লাটফর্মে দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেতারা

আগে এমন একটা সময় ছিল যখন টিভি মানেই বিশাল ব্যাপার!  কিন্তু যত দিন এগিয়েছে ততই যেন ধীরে ধীরে গুরুত্ব কমেছে টিভির। ঠিক যেমন প্রথাগত সিনেমা আর সিনেমা হলকে পিছনে ফেলে দিচ্ছে ওটিটি প্লাটফর্ম (OTT Platform) আর ওয়েবসিরিজ (Web Series)। আর ইন্টারনেট স্মার্টফোনের এতটাই উন্নতি হয়েছে যে এখন টিভি জিনিসটা হাতের মুঠোয় পকেটের ভেতরে চলে এসেছে।

এমনকি আস্ত সিনেমা হল পর্যন্ত এখন পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যায়। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? অরে বাবা আমি আসলে বলছি স্মার্টফোনের কথা, এখন প্রতিটা ব্যক্তির কাছেই প্রায় স্মার্টফোন আছে আর স্মার্টফোনের যুগে এখন তো ফোনেই রয়েছে সব। টিভি থেকে সিনেমা এখন অতীত নতুন জেনারেশন এখন অনলাইনেই বেশি অভ্যস্ত। তা সে কাজ হোক বা বিনোদন, সব চাহিদাই এখন পূরণ হয়ে যাচ্ছে স্মার্টফোনের মধ্যে দিয়েই।

   

বর্তমানে সিনেমা জগতে সিনেমার অভাব নেই, কিন্তু কোথাও যেন একটা কমতি রয়ে গিয়েছে। আর সেটাকেই পূরণ করে দিয়েছে নেটফ্লিক্স, হইচই, জি ফাইভ, অ্যামাজন প্রাইম এর মত ওটিটি প্লাটফর্ম গুলি। তাই এদের জনপ্রিয়তা বাড়ছে প্রতিনিয়ত।

এবার আসি অভিনেতা অভিনেত্রীদের কথায়। ওটিটি প্লাটফর্মেও সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে তাহলে হিন্দি যেমন বলিউড বাংলা যেমন টলিউড তেমনি এটাও কি আলাদা কোনো ইন্ডাস্ট্রি হিসাবে বিরতি হচ্ছে! না, এপর্যন্ত সেটা নিশ্চিত করে বলা যায় না। তবে হ্যাঁ,  অনেক নতুন মুখ এই ওয়েব সিরিজের মধ্যে দিয়ে উঠে এসেছে। আজ বংট্রেন্ড (Bongtrend) সেই অভিনেতাদের মধ্যেই কিছু প্রধান অভিনেতাদের সাথে পরিচয় করিয়ে দেবে আপনাদের।

১. অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)

Web Series Heroes ওয়েব সিরিজ Anirban Bhattacharya অনির্বাণ ভট্টাচার্য

এই অভিনেতাকে কে না চেনে! বাঙালির চোখে বাঙালির প্রিয় গোয়েন্দা ব্যোমকেশ বক্সী হিসাবেই খ্যাত অনির্বাণ। তবে শুধুই যে ব্যোমকেশ তা কিন্তু নয়, একাধিক ছবি করেছেন অভিনেতা। আর সাথে সাথে ওয়েব সিরিজের জগতেও বেশ পোক্ত হয়ে গিয়েছেন অনির্বাণ। ২০১৭ সালে প্রথম ওয়েব সিরিজের জগতে পা রাখেন অনির্বাণ ভট্টাচার্য। ওটিটি প্লাটফর্ম ‘হইচই’ এ পরিচালক সায়ন্তন ঘোষালের ব্যোমকেশ ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেন।

সেই যে শুরু হল পথ চলা, আর ফায়ার তাকাতে হয়নি। দেখতে দেখতে আজ  ব্যোমকেশের ৬টি সিজেন মুক্তি পেয়েছে হইচই প্লাটফর্মে। আজও উর্ধমুখী জনপ্রিয়তা নিয়ে ব্যোমকেশ চরিত্রে অভিনয় করে চলেছেন অনির্বাণ। অবশ্য শুরু এতেই থেমে থাকেন নি। এছাড়াও আরো একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন ও করছেনও।

২. অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)

Web Series Heroes ওয়েব সিরিজ অনির্বান চক্রবর্তী Anirban Chakraborty

আবারো এক অনির্বাণ, তবে যিনি অনির্বাণ চক্রবর্তী। বাংলা ওয়েব সিরিজের জেরে একেন বাবু নাম খ্যাত ইনি। অভিনেতা হিসাবে অনির্বাণ বাবুর ওয়েব সিরিজ কিন্তু প্রথম নয়, এর আগে ফড়িং নামের এক ছবিতে অভিনয় করেছিলেন। তবে সেভাবে সাফল্য পাননি, কিন্তু একেন বাবু ওয়েব  সিরিজের মাধ্যমে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছেন অভিনেতা। সাথে ওয়েব সিরিজের প্রিয় মুখ হিসাবেও পরিচিত হয়েছেন।

৩. অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)

Web Series Heroes ওয়েব সিরিজ Arjun Chakraborty অর্জুন চক্রবর্তী

টলিউডের অভিনেতা অর্জুন চক্রবর্তী। তিনিও ওয়েব সিরিজের জগতে বেশ সফল হয়েছেন ইতিমধ্যেই। ২০১৯ সালে ওয়েব সিরিজের জগতে প্রথম পা রাখেন। এরপর ২০২০তে ‘বন্য প্রেমের গল্প’ নামক ওয়েব সিরিজে দর্শকদের থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এতটাই জনপ্রিয় হয় ওয়েব সিরিজটি যে তার দ্বিতীয় সিজেনও রিলিজ হয়।

৪. বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chattopadhyay)

Web Series Heroes ওয়েব সিরিজ বিক্রম চট্টোপাধ্যায় Bikram Chattopadhyay

গতবছর লকডাউনের অসময় মানুষ যখন ঘরবন্দি ছিল তখন মানুষের বিনোদনের জন্য একটা বড় ভূমিকা পালন করেছিল ওয়েব সিরিজ। আর সেই সময়ই মুক্তি পায় ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’। এই ওয়েব সিরিজ দিয়েই ওটিটি দুনিয়াতে পা রাখেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। আর নিজের প্রথম ওয়েব সিরিজেই ব্যাপক জনপ্রিয় হয়ে পড়েন অভিনেতা। জনিপ্রিয়তার  জেরে এই ওয়েব সিরিজটির দ্বিতীয় সিজেন বের হয়  নভেম্বর মাসেই।

৫. সৌরভ দাস (Sourav Das)

Web Series Heroes ওয়েব সিরিজ সৌরভ দাস Sourav Das

অভিনেতা সৌরভ দাস হলেন ওয়েব সিরিজ জগতের বিখ্যাত অভিনেতাদের মধ্যে  অন্যতম। একাধিক ওয়েব সিরিজে নিজের অভিনয়ের দক্ষতা প্রমান করেছেন সৌরভ। সৌরভের সবচেয়ে বেশি জনপ্রি ওয়েব সিরিজ বলতে গেলে বলতে হয় ‘চরিত্রহীন’ এর কথা মোট তিনটি সিরিজ রয়েছে এই ওয়েব সিরিজে, আর প্রতিটিই ব্যাপক জনপ্রিয়। আর এটা ছাড়াও ‘মন্টু পাইলট’, ‘রহস্য রোমাঞ্চ’ নামের ওয়েব সিরিজেও দুর্দান্ত সাড়া ফেলেছে।

site