করোনাকালে সিনেমাপ্রেমীদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ওটিসি প্লাটফর্ম (OTT Platform)। যার ফলে ঘরে বসেই পছন্দের সিনেমা থেকে ওয়েব সিরিজ দেখতে পারছেন দর্শকরা। আর তাই শুধু ওয়েব সিরিজই নয় সংক্রমণ এড়াতে নির্মাতাদের কাছেও গত দু’বছরে বিশেষ গুরুত্ব পেয়েছে অ্যামাজন প্রাইম,হটস্টার থেকে জি ফাইভের মতো ওটিটি প্লাটফর্ম গুলি।
সিনেমা বড়পর্দায় মুক্তি পেলেও পছন্দের ওয়েব সিরিজের জন্য এই ওটিটি প্লাটফর্ম গুলির দিকেই চাতক পাখির হাপিত্যেশ করে চেয়ে থাকেন দর্শকরা। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি ওয়েব সিরিজ হল ‘ফ্যামিলি ম্যান'(Family Man)। উল্লেখ্য ইতিপূর্বে ২০১৯ এবং ২০২১ সালেই আমাজন প্রাইমে মুক্তি পেয়েছিল টানটান উত্তেজনায় ভরপুর ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের সিজন ওয়ান এবং টু।

শুরু থেকেই এই সিরিজে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অন্যতম দায়িত্ববান অফিসার তথা কর্তব্যপরায়ণ ‘ফ্যামিলি ম্যান’ শ্রীকান্ত তিওয়ারি চরিত্রে মনোজ বাজপেয়ীর অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে শুধু মনোজ বাজপেয়ী (Manoj Bajpeyi) একা নন সেইসাথে নজর কেড়েছে এই সিরিজের শ্রীকান্ত তিওয়ারির স্ত্রীর ভূমিকায় থাকা সুচিত্রা অভিনেত্রী প্রিয়মণি এবং সহকারী জে কে-এর চরিত্রে থাকা শরিব হাসমিও।

অন্যদিকে দ্য ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে জঙ্গি নেত্রী রাজ্জির ভূমিকায় দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভুর তুখোড় অভিনয় নজর কেড়েছে সিনেপ্রেমীদর। উল্লেখ্য এই দ্বিতীয় সিজনের শেষেই আভাস মিলেছিল ফ্যামিলি ম্যানের তৃতীয় সিজনের। সেই থেকেই নতুন সিজনের অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন দর্শক।

প্রথম সিজনে দিল্লিতে জঙ্গি কার্যকলাপ রোধ,এবং দ্বিতীয় সিজনে তামিলনাড়ুর বুকে স্লিপার সেলের সঙ্গে টানটান লড়াই থেকে নিজের মেয়েকে নিরাপদে ঘরে ফেরানোর পর , দ্বিতীয় সিজনের শেষেই ইঙ্গিত মিলেছিল, করোনার প্রেক্ষাপটে চিন ও উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ঘিরে এগোবে কাহিনি। সম্ভবত কলকাতাও থাকবে সেই গল্পে। অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। শোনা যাচ্ছে,সব ঠিক থাকলে চলতি বছরের শেষেই শুরু হবে দ্য ফ্যামিলি ম্যান ৩-র শ্যুটিং। সম্প্রতি এমনই আভাস দিয়েছেন নির্মাতারা।














