• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঐন্দ্রিলার চিকিৎসার খরচ বহন করছেন অরিজিৎ সিং! অভিনেত্রীকে নিয়ে আবারও রটল ভুয়ো খবর  

দেখতে দেখতে প্রায় ৩ সপ্তাহ হতে। সেই গত ১ নভেম্বর থেকে টানা ১৮ দিন ধরে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। সোশ্যাল মিডিয়া খুললেই এখন নজরে  আসছে ‘ফাইট ঐন্দ্রিলা ফাইট। তাই মনেপ্রাণে ঈশ্বরকে ডাকার পাশাপাশি একটা ‘মিরাকেল’ এর অপেক্ষায় রয়েছেন সকলেই।

এরইমধ্যে গতকাল সন্ধ্যা থেকেই সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ একটাই খবর তা হল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার চিকিৎসার যাবতীয় খরচ নাকি বহন করার দায়িত্ব নিয়েছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। সংবাদমাধ্যম সূত্রে এও জানা যায় আগামীদিনে অভিনেত্রীর চিকিৎসা রাজ্যের বাইরে করানো হলে সেই চিকিৎসার ব্যয়ভারও নাকি নিজের কাঁধে তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ  করেছেন গায়ক।

   

Arijit Singh willing to pay for Aindrila Sharma's Medical Expences

তবে এবার জানা গেল আসল সত্যি। গতকালের খবরের সত্যতা যাচাই করতে সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) -র বন্ধু তথা অভিনেতা সৌরভ দাসের (Sourav Das) সাথে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট জানিয়েছেন ‘চিকিৎসার ব্যয়ভার নয় চিকিৎসকদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার মতো গুরুদায়িত্ব বহন করছেন অরিজিৎ’। অভিনেতার কথায় অরিজিৎ সিং এই মুহূর্তে তাদের কাছে ঈশ্বরের পাঠানো দেবদূতের মতোই। তাই সৌরভের সংযোজন ‘ওঁকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না’।

ঐন্দ্রিলা শর্মা,Aindrila Sharma,অরিজিৎ সিং,Arijit Singh,সব্যসাচী চৌধুরী,Sabyasachi Chowdhury,সৌরভ দাস,Sourav Das

সৌরভ জানিয়েছেন ঐন্দ্রিলা কে এই মুহূর্তে বাইরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে  না।তাই এখন তার নিজের শহর অন্দুলের হাসপাতালেই যাবতীয় চিকিৎসা চলছে। তবে সম্প্রতি ঐন্দ্রিলার খবর জেনে অরিজিৎ সিং নিজে থেকেই নাকি রাজ্যের এবং রাজ্যের বাইরের প্রথম সারির বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করছেন। যার ফলে যার ফলে ঐন্দ্রিলার চিকিৎসার বিষয়টি তো অনেকটা সহজ হয়েইছে।

Sourav Das react to Fake News about Aindrila Sharma

পাশাপাশি ঐন্দ্রিলার পরিবার এবং সব্যসাচীরাও অন্যান্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারছেন। তাছাড়া হাসপাতাল সূত্রে খবর এই মুহূর্তে অভিনেত্রী  ভেন্টিলেশনে রয়েছেন।  তবে একথা ঠিক তাঁর  শারীরিক অবস্থার উন্নতি না হলেও অবনতিও কিন্তু হয়নি। তবে তাঁকে  একসময় রাজ্যের বাইরে চিকিৎসার নিয়ে যাওয়ার জন্য আলোচনা হলেও চিকিৎসকরা তাতে  সম্মতি দেননি।  কারণ তারা জানিয়েছেন এখন অভিনেত্রীর এখন  যে শারীরিক অবস্থা তাতে তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা সম্ভব নয়। তবে এই মুহূর্তে রাজ্যজুড়ে সবার একটাই প্রার্থনা তাড়াতাড়ি সেরে উঠুন ঐন্দ্রিলা।