• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীর্ঘদিন পর আবারও টেলিভিশনের ফিরছেন ‘ফাগুন বৌ’! খবর মিলতেই উচ্ছসিত ঐন্দ্রিলা ভক্তরা

Published on:

Monphagun Fame Oindrila Sen Comeback on television

বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে আজও তিনি ‘ফাগুন বউ’ (Phagun Bou) তথা মেহুল (Mehul) নামেই বেশি জনপ্রিয়। এখন বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও (Web Series) ডেবিউ করেছেন অভিনেত্রী। তবে বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকরা ছোট পর্দায় আজও ভীষণ মিস করেন তাদের প্রিয় এই অভিনেত্রীকে।

বছর বছর কত সিরিয়াল যায় আর আসে। কিন্তু কিছু সিরিয়াল এমনই হয় যা শেষ হয়ে যাওয়ার পরেও প্রিয় চরিত্রদের ভুলতে পারেন না দর্শক। বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি চরিত্র হল ‘ফাগুন বউ’য়ের মেহুল। জনপ্রিয় এই চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।
ইদানিং এই অভিনেত্রীকে ছোটপর্দায় দেখা না গেলেও তিনি এখন চুটিয়ে অভিনয় করছেন একের পর একওয়েব সিরিজ থেকে বাংলা সিনেমায়। সদ্য যেমন হইচই টিভিতে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘শ্বেতকালী’  ব্যাপক সাড়া ফেলেছিল। অন্যদিকে আজই মুক্তি পেয়েছে অঙ্কিতা অভিনীত সিনেমা ‘লাভ ম্যারেজ’ (Love Marriage)।
বাংলা সিরিয়াল,Bengali Serial,ফাগুন বৌ,Fagun Bou,মেহুল,Mehul,ঐন্দ্রিলা সেন,Oindrila Sen,টেলিভিশন,Telivision,অঙ্কুশ হাজরা,Anuksh Hazra,কালার্স বাংলা,Colors Bangla,রামকৃষ্ণ,Ramkrishna,সিনেমা প্রমোশন,Cinema Promotion,লাভ ম্যারেজ,Love Marriage
এই সিনেমায় তিনি প্রথমবার জুটি বেঁধেছেন প্রেমিক তথা অভিনেতা অঙ্কুশ হাজরার (Ankush Hazra) সাথে। এরইমধ্যে জানা যাচ্ছে  খুব তাড়াতাড়ি ছোট পর্দা ফিরতে চলেছেন অভিনেত্রী। এই খবর মিলতেই দারুন উচ্ছসিত অভিনেত্রীর ভক্তরা। তবে না এমনটা কেউ ভাববেন না যে ঐন্দ্রিলা আরো একবার কোন মেগা সিরিয়ালে ফিরছেন।
ব্যাপারটা খোলসা করেই বলা যাক তাহলে। জানা যাচ্ছে কালার্স বাংলার নতুন সিরিয়াল ‘রামকৃষ্ণে’তে খুব তাড়াতাড়ি একটি বিশেষ পর্বে দেখা যাবে অভিনেত্রীকে। আসলে নতুন এই  সিরিয়ালের নায়িকা হয়ে নয়, ঐন্দ্রিলা আসছেন তাঁর নতুন  সিনেমার প্রচার করতে।
বাংলা সিরিয়াল,Bengali Serial,ফাগুন বৌ,Fagun Bou,মেহুল,Mehul,ঐন্দ্রিলা সেন,Oindrila Sen,টেলিভিশন,Telivision,অঙ্কুশ হাজরা,Anuksh Hazra,কালার্স বাংলা,Colors Bangla,রামকৃষ্ণ,Ramkrishna,সিনেমা প্রমোশন,Cinema Promotion,লাভ ম্যারেজ,Love Marriage
প্রসঙ্গত দর্শকদের মনে থাকবে নিশ্চই এর আগে শ্বেতকালী ওয়েব সিরিজের প্রচার করতে ‘গৌরী এলো’ ধারাবাহিকে এসেছিলেন ঐন্দ্রিলা। সেবার তিনি একা আসলেও এবার অঙ্কিতার সাথে থাকবেন তাঁর প্রেমিক তথা অভিনেতা অঙ্কুশ হাজরা।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥