বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattcharya)। সদ্য অভিনয় করেছেন সুপারস্টার দেব (Dev) এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত বাংলা সিনেমা (Bengali Cinema) ‘প্রজাপতি’তে (Projapoti)। প্রথম সিনেমাতেই শ্বেতা সুযোগ পেয়েছেন দেবের মতো একজন হিরোর নায়িকা হওয়ার। যা অভিনেত্রীর নিজের কাছেও এক বিরাট পাওনা।
গত বছরের শেষে মুক্তির পর থেকে এখনও পর্যন্ত দারুন সফল এই সিনেমা। আর প্রথম সিনেমা থেকেই এমন অভূতপূর্ব সাড়া পেয়ে ভীষণ খুশি অভিনেত্রী নিজেও। তবে এই সাফল্যের জন্য সিনেমার পরিচালক প্রযোজকদের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রসঙ্গত আজকের যুগের নায়িকা হয়েও জি বাংলার ‘সোহাগ জল’ সিরিয়ালের জুঁই কিন্তু বাকিদের থেকে বেশ আলাদা।
সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সাথে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন দীর্ঘ ১০ বছরের এই অভিনয় জীবনে তাঁর কাজটা যত না শখের তার চেয়ে অনেক বেশি প্রয়োজনের। টিভির পর্দায় সবসময় হাসিমুখেই দেখা যায় শ্বেতাকে। তবে সেই হাসিমুখে থাকা অভিনেত্রীর মুখের পিছনে রয়েছে অনেক কষ্ট অনেক স্ট্রাগলের কাহিনী। অনান্য সহ অভিনেতা অভিনেত্রীদের মতো তিনি একেবারেই সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি।
বরং তাঁর ছোটবেলায় এমনও দিন গিয়েছে যখন তিনি নুনভাত খেয়ে কাটিয়েছেন। তাই শ্বেতার কথায় ‘আমার ছোটবেলা মোটেই সহজ ছিল না। আমার দাদা ছিলেন, সে-ও মারা গিয়েছে। আমার ছোটবেলা বলতে বসলে ইতিহাস হয়ে যাবে। মা বাইরে বেরোনোর আগে শিখিয়ে দিতেন, কেউ জিজ্ঞেস করলে যেন বলি, মাছভাত বা মাংস-ভাত খেয়েছি। দুপুরে খেয়ে রাতে ভাবতে হত, কী খাব? এখন তাই একটাই লক্ষ্য, আমার মা-বাবা যেন ভাল থাকেন’।
তাই মা-বাবাকে ভালো রাখতেই বেশী রোজগারের প্রয়োজনে ভালো না লাগলেওবাধ্য হয়েই মাচা শো করেন তিনি। কিন্তু অভিনেত্রী জানিয়েছেন ‘আমার মাথার উপরে অনেক দায়িত্ব আছে। তাই মাচা করি’। তাই কোনো প্রজেক্ট শুরুর আগেই বেশ কিছু শর্ত দিয়ে থাকেন অভিনেত্রী। এপ্রসঙ্গে স্বেতা বলেছেন ‘রবিবার আমি ছুটি চাই। ১ জানুয়ারি আমি কাজ করি না। শো এলে আমায় আগে ছেড়ে দিতে হবে। আমরা তো প্রচুর ‘মাচা শো’ করি, তখন আগে ছাড়তেই হয়’।
কাজ পাগল অভিনেত্রী ১০ বছরের অভিনয় জীবনে টানা কাজ করে চলেছেন। তিনি চান সবসময় তার হাতে কাজ থাকুক। কিন্তু তাই বলে কাজের জন্য মরিয়া হয়ে আজ পর্যন্ত কারও কোনো প্রলোভনে পা দেননি তিনি। এপ্রসঙ্গে অভিনেত্রী বলেছেন ‘কোনও সিদ্ধান্ত এমন নিইনি যে, পরে অনুশোচনা হতে পারে। আমি যেমন সিনেমা বা শুটিংয়ের জন্য হলেও ছোট খোলামেলা পোশাক পরি না, হাতকাটা জামা পরি না। এগুলো আমার আগে থেকেই বলা থাকে। কাজের প্রয়োজনে আমি ক্যামেরার সামনে চুমু খেতে পারব না’। এছাড়া রুবেলের সাথে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন ‘সেটা এখনই জানি না। তবে আমার মা-বাবা ওকে খুব ভালবাসে। ওর বাড়ির সবাইও আমায় খুব ভালবাসে’।