• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

Facebook, WhatsApp ব্যবহার করলে সাবধান! আপনার ব্যক্তিগত ডেটা সুরক্ষিত থাকছে তো!

বর্তমান প্রযুক্তি ও ইন্টারনেটের যুগে মানুষ এখন পুরোপুরি ইন্টারনেট আর স্মার্ট গ্যাজেট নির্ভর। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুয়ে চোখ বাজার আগে পর্যন্ত সকলেই ফোনে আসক্ত। আর স্মার্টফোন মানেই সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল নেটওয়ার্কিং। বিশেষত স্মার্টফোন মানেই তাতে ফেসবুক (Facebook) আর হোয়াটস্যাপ (WhastApp) তো আছেই। আট থেকে আশি সকলেই সোশ্যাল মিডিয়াতে বুদ হয়ে থাকেন সকাল থেকে রাত পর্যন্ত।

facebook

   

জনপ্রিয় এই দুটি অ্যাপই ফ্রী, অর্থাৎ ব্যবহারের জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হয়না। তবে একটা কথা আছে যে, ‘কোনোকিছুই ফ্রি নয়, যদি ফ্রি হয় তাহলে সেখানে মূল্যই  আপনি নিজেই’। একথা আজকালকার দিনে একেবারে মিলে যায়। কারণ আজকের দিনে সবচেয়ে দামি হল গোপনীয়তা। অনেক অ্যাপ্লিকেশন  রয়েছে যা বিনামূল্যেই ব্যবহার করা যায়। কিন্তু তার মূল্যই দিতে হয় নিজেদের মূল্যবান ডেটা দিয়ে।

whatsapp

আপনার ব্যক্তিগত তথ্য খুব সহজেই সেই সমস অ্যাপ নির্মাতাদের কাছে পৌঁছে যায়। তাই স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত গোপনীয়তা ও নিরাপত্তার দিকে। বিশ্বে স্মার্টফোনের মধ্যে মূলত দুটি প্লাটফর্ম জনপ্রিয়। একটি অ্যান্ড্রয়েড (Android) আর অন্যটি হল অ্যাপেল (Apple)। আর গোপনীয়তা ও নিরাপত্তার দিক থেকে অ্যাপেল সবথেকে বেশি সুরক্ষিত ও নিরাপদ বলেই মনে করা হয়। স্মার্টফোনে যেকোনো অ্যাপ ইনস্টল করতে হলে কিছু পারমিশন দিতে হয়। যার ফলে গ্রাহক জানতে পারে তার থেকে কি কি তথ্য সংগ্রহ করছে অ্যাপ নির্মাতারা।

প্রতিনিয়ত গুগলও ও অ্যাপেল এই অ্যাপগুলির ওপর নজর রেখে চলেছে। কোনো অ্যাপে কোনোরকম গোলমেলে ধরা পড়লেই তার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় এরা। সম্প্রতি অ্যাপেল কিছু অ্যাপের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে। যেমনটা জানা যাচ্ছে, জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপি WhatsApp ও Facebook Messenger বিশাল পরিমানে গ্রাহকদের ডেটা সংগ্রহ করছে। অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ যেমন Telegram এর থেকে অনেক বেশি তথ্য জানছে Whastsapp ও Facebook Messenger। তাই আপনিও যদি এই দুটি অ্যাপ ব্যবহার করেন তাহলে সতর্ক থাকুন।

site