সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলির মধ্যে অন্যতম হল ফেসবুক (Facebook)। নিজের গ্রাহকদের সময় মত নতুন ফিচার ও আপডেট দিয়ে থাকে ফেসবুক। কিছুদিন আগেই ফেসবুক তাদের মেসেন্জারের সাথে ইন্স্টাগ্রামকে সংযুক্ত করেছে। এছাড়াও ফেসবুক তাদের আরেকটি জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ Whatsapp এও ক্রমাগত কিছু আপডেট এনেছে। এবার ফেসবুকেও আসতে চলেছে দুর্দান্ত ফিচার যার নাম ‘ভ্যানিশ মোড’।
নতুন এই ফিচারটির গ্রাহকদের কথা মাথায় রেখেই আনা হয়েছে। এর আগে এই ফিচারটি Whatsapp এ আনা হয়েছে। আসার পর গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ফিচারটি। তাই এবার ফেসবুকেও আসতে চলেছে এই দুর্দান্ত ফিচারটি। তবে Whatsapp এর Disappearing Messege এর থেকে খানিক আলাদা হবে ফেসবুক এর ভ্যানিশ মোড। এই ফিচারে মেসেজ পাঠানোর কিছুক্ষন পরেই তা নিজে থেকেই ভ্যানিশ হয়ে যাবে।
শুধু তাই নয়, যদি কেউ মেসেজের স্ক্রিনশট তোলেন সেক্ষেত্রে যে মেসেজটি পাঠিয়েছে তার কাছে যাবে নোটিফিকেশন। প্রথমে শুধু মাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও কিছু সীমিত সংখ্যক দেশেই চালু হবে এই ফিচারটি। তবে, খুব শীঘ্রই এই দুর্দান্ত ফিচারটি সকলের কাছেই উপলব্ধ হয়ে যাবে।
নতুন এই ফিচারের সাথে আপডেটের ফলে ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জার থেকে মেসেজ করা আরো সহজ হবে বলে জানাচ্ছে ফেসবুক। যার ফলে অন্য কোনো ব্যক্তির সাথে যোগাযোগ আরো সহজতর হয়ে উঠবে।