আজকাল আর সার্কাসের রমরমা দেখাই যায়না। অথচ একটা সময় কোনো মেলার প্রধান আকর্ষণই ছিল সার্কাস। বাবা মায়ের হাত ধরে মেলায় কোনো বাচ্চা যাবে আর সার্কাস দেখার জন্য বায়না জুড়বেনা তা আবার হয় নাকি? কিন্তু এখন মেলাই বা কোথায়? আর সার্কাসই বা কোথায়? সেসব এখন অতীত।
এর মধ্যেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও আপনাকে মনে করিয়ে দেবে পুরোনো সেই হারিয়ে ফেলা শৈশবের কথা। ভিডিওতে দেখা যাচ্ছে, দুই বাঙালি মেয়ের অভাবনীয় সার্কাস প্রদর্শন। বাংলাদেশের শিল্পকলা আকাডেমিক সাংস্কৃতিক বিষয় মন্ত্রনালয় থেকে আয়োজিত একটি সার্কাস অনুষ্ঠানে দুই মেয়ের কৌশল দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় নেটিজেনদের।
https://www.facebook.com/112390643883953/videos/355164022559917/
হাতে রুমাল ঘোরাতে ঘোরাতেই তারা দেখিয়ে চলেছে বিভিন্ন খেলা। আর পেছনে বাজছে আঞ্চলিক ভাষায় বাংলা গান। ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়, এবং সকলেই তাদের প্রশংসায় পঞ্চমুখ। সার্কাসের চল এখন আর নেই বললেই চলে, এমন সময় এই দুই মেয়ের কায়দাকানুন দেখে বেজায় খুশি নেটপাড়ার জনগণ। ইতিমধ্যে ভিডিওটি ৫২ হাজার মানুষ দেখে ফেলেছে,১৬ হাজার বার শেয়ারও হয়েছে।