• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামীর থেকে কোনো অংশেই কম যান না! শিল্পা শেট্টির একগুচ্ছ কেচ্ছা এবার প্রকাশ্যে

শিল্পা শেঠি,শিল্পা শেট্টি,রাজ কুন্দ্রা,মুম্বাই পুলিশ,পর্ন ভিডিও,পর্নোগ্রাফি,বলিউড,shilpa shetty,raj kundra,Bollywood,mumbai police,porn videos,pornography,model,actress,jail,rhea Chakraborty,রিয়া চক্রবর্তী,সুশান্ত সিং রাজপুত,Sushant Singh Rajput

অশ্লীল ছবি বা পর্ন বানানোর অভিযোগে গত সোমবার অর্থাৎ ১৯ জুলাই রাতেই বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজকুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। গ্রেফতারির পর ২৩ জুলাই তাকে এসপ্ল্যানেড আদালতে পেশ করা হয়। এরপর তাকে ২৭ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এই কারণে গত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টি।

তবে এবার স্বামীর কারণে অভিনেত্রীকে নিয়ে বিতর্ক তৈরি হলেও এই প্রথমবার নয় এর আগে নিজের কার্যকলাপের কারণেও চর্চায় উঠে এসেছে শিল্পা শেট্টির নাম। এমনই দুটি ঘটনার কথা আজ আপনাদের বলব।

Raj Kundra Shilpa Shetty

রিচার্ড গের বিতর্ক- ২০০৭ সালে এই ঘটনার জেরে সর্বত্র হইচই পড়ে গিয়েছিল। আসলে হলিউডের বিখ্যাত অভিনেতা রিচার্ড গের এইডস সংক্রান্ত সচেতনতা প্রচারমূলক একটি অনুষ্ঠানে ভারতে এসে প্রকাশ্যেই শিল্পার হাতে চুমু খেয়েছিলেন।

শিল্পা শেঠি,শিল্পা শেট্টি,রাজ কুন্দ্রা,মুম্বাই পুলিশ,পর্ন ভিডিও,পর্নোগ্রাফি,বলিউড,shilpa shetty,raj kundra,Bollywood,mumbai police,porn videos,pornography,model,actress,jail,rhea Chakraborty,রিয়া চক্রবর্তী,সুশান্ত সিং রাজপুত,Sushant Singh Rajput

শিল্পাকে পুরোহিতের চুম্বন- ২০০৯ সালে শিল্পা শেট্টি উরিষ্যার দক্ষিগোপাল মন্দিরে গিয়েছিলেন। সেখানে এক পুরোহিত খালি গায়েই শিল্পাকে চুম্বন করেছিলেন, যা সেই সময় প্রচুর চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শিল্পাও বেশ হাসিমুখেই সেই চুম্বন গ্রহণ করেছিলেন।

শিল্পা শেঠি,শিল্পা শেট্টি,রাজ কুন্দ্রা,মুম্বাই পুলিশ,পর্ন ভিডিও,পর্নোগ্রাফি,বলিউড,shilpa shetty,raj kundra,Bollywood,mumbai police,porn videos,pornography,model,actress,jail,rhea Chakraborty,রিয়া চক্রবর্তী,সুশান্ত সিং রাজপুত,Sushant Singh Rajput

উল্লেখ্য পুলিশ ইতিমধ্যেই রাজের ১২ লক্ষ ডলারে ১২১টি পর্ন ভিডিও লেনদেনের বিষয়ে জানতে পেরেছে। এছাড়া এদিন পুলিশ কোর্টে জানায়, রাজ কুন্দ্রার সিটি ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে রাজ কুন্দ্রার ১ কোটি ১৩ লক্ষ টাকার হদিশ পাওয়া গিয়েছে। অন্যদিকে নিজের জামিনের আবেদনে রাজ কুন্দ্রা জানিয়েছেন হটশটস অ্যাপের জন্য যে ভিডিয়ো গুলি ব্রিটিশ যুক্তরাজ্যের একটি কোম্পানির জন্য তিনি বানিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে , সেগুলি ইরোটিকা হলেও তা পর্নোগ্রাফি নয়। কারণ সেখানে প্রকৃত যৌন সঙ্গমের কোনও দৃশ্য নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥